দিনব্যাপী উদ্যোক্তা ও দক্ষতাবিষয়ক প্রশিক্ষণ প্রদান করেছে উদ্যোক্তা প্রশিক্ষণের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশান’ (এনবিএমইজিএফ)। ৩০ ডিসেম্বর শনিবার রাজধানীর ইএমকে সেন্টারে এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন সারা দেশের ৬৪ জেলা থেকে বাছাই করা ১০০ জন উদ্যোক্তা।
প্রশিক্ষক হিসাবে ছিলেন, এনবিএমইজিএফের প্রতিষ্ঠাতা ইকবাল বাহার জাহিদ, প্রফেসর এসএম আরিফুজ্জামান, ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞ মো. ইরফানুজ্জামান মজুমদার।
দিনব্যাপী এ কর্মশালায় উদ্যোক্তারা সেলস, ডিজিটাল মার্কেটিং, ইমোশনাল ইন্টেলিজেন্স, লিডারশিপ এবং এন্টারপ্রেনারশিপ এ পাঁচটি বিষয়ে প্রশিক্ষণ লাভ করেন।
প্রশিক্ষণ শেষে এক অনুষ্ঠানের মাধ্যমে অংশগ্রহণকারী উদ্যোক্তাদের হাতে সনদ তুলে দেওয়া হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের ইকোনমিক ইউনিট চিফ, জোসেফ গিবলিন।
তিনি বলেন, উদ্ভাবন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আক্ষরিক অর্থে সাহায্য করতে পারে। উদ্যোক্তাদের কল্যাণে, সর্বোত্তম মূল্যে সেরা পণ্যগুলো পায় মুক্ত বাজারে বসবাসকারীরা। উদ্ভাবনের শক্তি নতুন উদ্যোগ। আমি উদ্যোক্তাকে উদ্ভাবনের ব্যবসায়িক দিক বলে মনে করি। উদ্ভাবন এবং সমৃদ্ধির মধ্যে একটি নির্ভরযোগ্য যোগসূত্র তৈরি হলে যে কোনো দেশের অর্থনীতির জন্য উদ্যোক্তা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু দেশে নয় বৈশ্বিক উন্নয়নে কাজ করেন উদ্ভাবকরা।
তিনি আরও বলেন, এ কক্ষে এবং সারা বাংলাদেশের সব উদ্যোক্তাদের বৈশ্বিক অংশীদার, বাজার বৃদ্ধি এবং যে কোনো সুযোগ তৈরিতে মার্কিন দূতাবাস সহযোগিতা করবে। আমরা বিনিয়োগ এবং প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক সম্পৃক্ততা জোরদার করতে কাজ করি যা স্থানীয় উদ্ভাবন এবং নেতৃত্বকে সমর্থন করে।
এনবিএমইজিএফের প্রতিষ্ঠাতা ইকবাল বাহার জাহিদ বলেন, মূলত আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে বিনামূল্যে প্রশিক্ষণ পাওয়া উদ্যোক্তাদের নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্যই এ আয়োজন। প্রতি বছর এ ধরনের ৯টা প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করব। এবারের মতো প্রতি ট্রেনিং-এ ৬৪ জেলা থেকে ১০০ জনকে সুযোগ দেওয়া হবে।