ফিরে এলো দেশের অন্যতম বড় ফেসবুক গ্রুপ সার্চ ইংলিশ । আজ রাত ১১ টার দিকে গ্রুপ নতুন করে খুলে দেওয়া হয় ।
হঠাৎ করে গত ১৪ মে উধাও হয়ে গিয়েছিল দেশের অন্যতম বড় ফেসবুক গ্রুপ সার্চ ইংলিশ। যার সদস্য সংখ্যা গত ১৪ মে রাত চারটা পর্যন্ত ছিল ১৯ লাখ ১৫ হাজার। একই সঙ্গে গ্রুপটির চার অ্যাডমিনের অ্যাকাউন্টও নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল।
সার্চ ইংলিশ গ্রুপ প্রতিষ্ঠাতা ফেসবুক কমিউনিটি লিডার রাজীব আহমেদ টেকজুমকে বলেন, আপিল করেছিলাম ফেসবুকের কাছে , আজ রাত ১১ টার দিকে গ্রুপ নতুন করে খুলে দিয়েছে ফেসবুক । এবং আমাদের আইডিও ফিরে পেয়েছি ।
সার্চ ইংলিশ গ্রুপ ছাড়াও যে সকল গ্রুপ বন্ধ হয়ে ছিল তার মধ্যে রয়েছে দেশের ফ্রিল্যান্সারদের অন্যতম জনপ্রিয় আপওয়ার্ক বাংলাদেশ । এবং We Are Bangladesh, Search English, Voice of Rights, ক্রিকেটখোর, Food Bloggers BD) এর মত জনপ্রিয় গ্রুপ ছিল এই তালিকায় ।
এ বিষয়ে ‘সাইবার ৭১-উই হ্যাক টু প্রটেক্ট বাংলাদেশ’ নামের একটি ফেসবুক পেজ থেকে জানানো হয়, ‘ফেসবুকের নিরাপত্তা দুর্বলতার সুযোগ নিয়ে যে কোনও গ্রুপ, তাদের সব অ্যাডমিনের আইডি এবং পেজসহ রিমুভ করানো যাচ্ছে। যার সুযোগ নিয়ে কিছু অসাধু স্প্যামার বাংলাদেশের কিছু জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ গ্রুপ ফেসবুক থেকে Permanent remove (স্থায়ীভাবে মুছে ফেলা) করে দিয়েছে।