শেরপুরের ঐতিহ্যবাহী তুলশীমালা চাল এবার রমজানে বিশেষ অফারে! ঢাকা ও শেরপুরের ক্রেতাদের জন্য ‘আওয়ার শেরপুর’ ঘোষণা করেছে মাত্র ৯৯ টাকায় তুলশীমালা চাল কেনার সুযোগ। ১-১৫ রমজান পর্যন্ত এই অফার চলবে, যেখানে ক্রেতারা অনলাইনে অর্ডার করে বাসায় বসেই পণ্য গ্রহণ করতে পারবেন।
শেরপুরের তুলশীমালা চাল তার অতুলনীয় সুগন্ধ ও স্বাদের জন্য বিখ্যাত। এটি শুধু শেরপুরেই নয়, দেশের বিভিন্ন জায়গায় পছন্দের তালিকায় রয়েছে। সরকারি স্বীকৃতিপ্রাপ্ত জিআই পণ্য হিসেবে এর বিশেষত্ব আরও বেড়েছে।
‘আওয়ার শেরপুর’-এর প্রতিষ্ঠাতা মোঃ দেলোয়ার হোসেন বলেন, “রমজানে ভালো খাবার যেন সবার জন্য সহজলভ্য হয়, সেই চিন্তা থেকেই এই অফার চালু করা হয়েছে। সাধারণত তুলশীমালা চালের বাজারমূল্য ১৬০ টাকা কেজি, কিন্তু রমজানে আমরা ৯৯ টাকায় দিচ্ছি। আশা করি, এতে মানুষের উপকার হবে।”
এই অফার নিতে হলে ঢাকা ও শেরপুরের ক্রেতাদের ‘আওয়ার শেরপুর’-এর ওয়েবসাইট থেকে অনলাইনে অর্ডার করতে হবে। একজন ক্রেতা সর্বোচ্চ ৫ কেজি পর্যন্ত তুলশীমালা চাল কিনতে পারবেন।
রমজানের সেরা খাবারের স্বাদ নিতে চাইলে আজই অর্ডার করুন!