জার্মানভিত্তিক খাদ্য সরবরাহ প্রতিষ্ঠান ডেলিভারি হিরো ঘোষণা দিয়েছে, তারা আগামী ২৩ মে ২০২৫ থেকে থাইল্যান্ডে তাদের মালিকানাধীন ফুডপান্ডা প্ল্যাটফর্মের সব কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করে দিচ্ছে।
এই ঘোষণার মধ্য দিয়ে থাইল্যান্ডের ফুডপান্ডা ব্যবহারকারীরা মে মাসের শেষ সপ্তাহ থেকেই আর অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে কোনো খাবার অর্ডার দিতে পারবেন না। প্রতিষ্ঠানটির এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, তারা এখন এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সেইসব বাজারে বিনিয়োগে জোর দিচ্ছে, যেখানে লাভজনক প্রবৃদ্ধির সম্ভাবনা বেশি।
বিশ্লেষকদের মতে, থাইল্যান্ডের চরম প্রতিযোগিতাপূর্ণ ফুড ডেলিভারি বাজার, লাভজনকতা অর্জনে ব্যর্থতা এবং ডেলিভারি হিরোর আঞ্চলিক কৌশল পুনর্মূল্যায়ন—এই তিনটি বিষয় এ সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা রেখেছে।
যদিও ফুডপান্ডার কার্যক্রম বন্ধ হচ্ছে, ডেলিভারি হিরোর থাইল্যান্ডভিত্তিক আঞ্চলিক দল অন্যান্য ব্যবসায়িক কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে।
এর আগেও কোম্পানিটি এশিয়ার আরও কয়েকটি দেশে ফুডপান্ডার কার্যক্রম বিক্রি বা বন্ধ করার ঘোষণা দিয়েছিল। বিশ্বব্যাপী অর্থনৈতিক চাপে, কোম্পানিগুলো এখন রিটার্ন অন ইনভেস্টমেন্টকে (ROI) গুরুত্ব দিয়ে কৌশল পুনর্গঠনের পথে হাঁটছে।
থাইল্যান্ড থেকে ফুডপান্ডার প্রস্থান শুধু একটি বাজার ত্যাগ নয়, বরং এটি ডেলিভারি হিরোর ব্যবসায়িক মানচিত্রে আসন্ন পরিবর্তনের পূর্বাভাস—বিশেষ করে এশিয়া অঞ্চলে।