মোবাইল ডিভাইস হিসেবে স্মার্টফোন এখন সবার অতি জরুরি অনুষঙ্গ হয়ে উঠেছে। বর্তমানে স্মার্টফোন ক্রয়ের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব পাচ্ছে ক্যামেরা ফিচার। কিন্তু সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাজেটে কোন স্মার্টফোন কিনবেন? বাজারে এখন বিভিন্ন দামে উন্নত ক্যামেরার দেশী-বিদেশী ব্র্যান্ডের অনেক অ্যান্ড্রয়েড স্মার্টফোন পাওয়া যাচ্ছে।
প্রিমো আর৫প্লাস
দেশে তৈরি ওয়ালটনের ফোরজি সমর্থিত এ স্মার্টফোনে এলইডি ফ্ল্যাশ সুবিধার অটোফোকাস বিএসআই ১৩ মেগাপিক্সেলের রিয়ার ও ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও চালিত ৫ দশমিক ৭২ ইঞ্চি ফুলভিউ এইচডি প্লাস আইপিএস ডিসপ্লের এ স্মার্টফোনে ১ দশমিক ৩ গিগাহার্টজের কোয়াড-কোর প্রসেসর আছে। ৩ গিগাবাইট র্যামের ডিভাইসটিতে ১৬ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা মিলবে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ১২৮ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি সংবলিত ডিভাইসটির দাম ১০ হাজার ৯৯৯ টাকা।
প্রিমো আরএক্স৬
দেশে তৈরি ওয়ালটনের ফোরজি সমর্থিত এ স্মার্টফোনে এলইডি ফ্ল্যাশ সুবিধার বিএসআই ১৩ মেগাপিক্সেলের রিয়ার ও ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও চালিত ৫ দশমিক ৭ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস ডিসপ্লের এ স্মার্টফোনে ১ দশমিক ৪৫ গিগাহার্টজের কোয়াড-কোর প্রসেসর আছে। ৩ গিগাবাইট র্যামের ডিভাইসটিতে ১৬ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা মিলবে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ১২৮ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি সংবলিত ডিভাইসটির দাম ১২ হাজার ৯৯০ টাকা।
গ্যালাক্সি এ২০
স্যামসাংয়ের এ ফোরজি সমর্থিত স্মার্টফোনে ১৩ ও ৫ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। অ্যান্ড্রয়েড ৯.০ পাইচালিত ৬ দশমিক ৪ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লের এ স্মার্টফোনে ১ দশমিক ৬ গিগাহার্টজের অক্টা-কোর প্রসেসর রয়েছে। ৩ গিগাবাইট র্যামের ডিভাইসটিতে ৩২ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা মিলবে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৫১২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি সংবলিত ডিভাইসটির দাম ১৫ হাজার ৯৯০ টাকা।
সিম্ফনি এইচ৪০০
দেশীয় ব্র্যান্ড সিম্ফনির এ স্মার্টফোনে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ও ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো চালিত ৫ ইঞ্চি এইচডি আইপিএস ডিসপ্লের এ স্মার্টফোনে রয়েছে ১ দশমিক ৩ গিগাহার্টজের ৬৪-বিট কোয়াড-কোর প্রসেসর। ২ গিগাবাইট র্যামের ডিভাইসটিতে ১৬ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা মিলবে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৬৪ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। ৩২০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি সংবলিত ডিভাইসটির দাম ৮ হাজার ৪৯০ টাকা।
ওয়াই৫ ২০১৯
হুয়াওয়ের এ স্মার্টফোনে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ও ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। অ্যান্ড্রয়েড ৯.০ পাইচালিত ৫ দশমিক ৭১ ইঞ্চি ডিসপ্লের এ ডিভাইসে মিডিয়াটেক এমটি৬৭৬১ প্রসেসর আছে। ২ গিগাবাইট র্যামের ডিভাইসটিতে ৩২ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা মিলবে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ১ টেরাবাইট পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে। ৩০২০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি সংবলিত ডিভাইসটির দাম ৯ হাজার ৪৯৯ টাকা।