টেলিভিশন এখন শুধুমাত্র সম্প্রচারিত অনুষ্ঠান দেখার মধ্যে সীমাবদ্ধ নয়। এখন কার স্মার্ট টেলিভিশনে ইন্টারনেট যুক্ত থাকে যার ফলে ইউটিউব ভিডিও দেখা, ফেসবুক ব্রাউজিং, গেমিং সহ অনেক আধুনিক সুবিধা পাওয়া যায়। বর্তমান বাজারে বিভিন্ন ব্রান্ডের টিভি কিনতে পাওয়া যায়। টিভি কেনার সময় কিছু ব্যাপার জেনে রাখা উচিত যেমন- গ্যারান্টি এবং সার্ভিস ওয়ারেন্টি, কনফিগারেশন, ব্র্যান্ড, টেকনোলজি, মূল্য সহ আরও কিছু ব্যাক্তিগত পছন্দের ব্যাপার। দেশে বিভিন্ন ব্র্যান্ডের টিভি পাওয়া যায়। তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ব্র্যান্ডের নাম এবং কনফিগারেশন মূল্য সহ নিচে দেওয়া হলঃ
সনি টিভি
বর্তমানে বাজারে বেশ কিছু নতুন মডেলের টিভি বাজারে ছেড়েছে সনি। ৩২ ইঞ্চি থেকে শুরু করে ৮৫ ইঞ্চি পর্যন্ত বেশ কয়েকটি মডেল। পৃথিবীর সেরা ১০ টি টিভির মধ্যে ৫৫ ইঞ্চি ডিসপ্লের স্লিম গেমিং সিরিজ এক্স-৯০০০ ই টিভি একটি। দেশের বাজারে এই টিভির মূল্য ৩ লাক্ষ ৭২ হাজার ৯০০ টাকা।
স্যামসাং টিভি
২০১৮ এর শেষের দিকে দেশের বাজারে বেশ কয়েকটি স্মার্ট টিভি এনেছে স্যামসাং। এই টিভি গুলো ৩২ ইঞ্চি থেকে শুরু করে ৬৫ ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। স্যামসাং স্মার্ট টিভি গুলাতে রয়েছে ৩ স্তরের নিরাপত্তা।
চায়না টিভি
কম দামের মধ্যে চায়না টিভি অনেক বেশি জনপ্রিয়। আপনার সল্প বাজেটের মধ্যে একটা চায়না স্মার্ট টিভি কিনে নিতে পারবেন। চায়না স্মার্ট টিভির মধ্যে ইউসবি, এসডি কার্ড, ওয়াইফাই এর সুবিধাও থাকে।
তাছাড়া রয়েছে ৩-ডি টিভি, ৪-কে টিভি এবং কার্ভড টিভি। বর্তমানে আধুনিক এবং উন্নতমানের এই টিভি গুলো বেশ জনপ্রিয়। ৩-ডি টিভি, ৪-কে টিভি এবং কার্ভড টিভির মূল্য এবং কনফিগারেসন জানতে নিচের লিঙ্ক এ ভিজিট করুন।
বর্তমানে বিডিস্টল এ টিভি গুলোর আপডেটেড দাম সম্পর্কে জানতে পারেন।