এন্ট্রি লেভেলের বাজারে এলজিকে তেমন একটা প্রতিযোগিতা করতে কখনোই দেখা যায় নি। সাধারণত তারা তাদের ফ্ল্যাগশিপ এর রিসার্চ আর ডেভেলপমেন্ট নিয়েই বেশি ব্যস্ত থাকে। তবে ভারত কিংবা দক্ষিণ এশিয়ার বাজারে ফ্ল্যাগশিপ গুলোর চেয়ে ১০ হাজার টাকার আশেপাশের ডিভাইসগুলোর চাহিদা বরাবরই বেশি।
এমারজিং কোম্পানিগুলো থেকে শুরু করে বড় বড় কোম্পানিও এই বাজেট মার্কেটের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এলজি তাদের নতুন ডব্লিউ সিরিজ নিয়ে এসেছে ভারতের বাজারে।
ডব্লিউ সিরিজের মোট তিনটি স্মার্টফোন রিলিজ করেছে এলজি। এগুলো যথাক্রমে এলজি ডব্লিউ ১০, ডব্লিউ ৩০ এবং ডব্লিউ ৩০ প্রো। স্পেসিফিকেশন বিচারে এগুলো এন্ট্রি লেভেল কিংবা লোয়ার মিড রেঞ্জে পড়লেও এদের ট্রিপল ক্যামেরা সেটআপ অন্যদের চেয়ে বেশ এগিয়ে রাখবে। আর এমনিতেও এলজি এর ফোনগুলো ক্যামেরার জন্য খুবই বিখ্যাত।
ফোনগুলোর মাঝে ডব্লিউ ১০ ও ডব্লিউ ৩০ তে মিডিয়াটেক এর হেলিও সিরিজের প্রসেসর ব্যবহার করা হলেও ডব্লিউ ৩০ প্রো তে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন চিপসেট। ডব্লিউ ১০ এ ক্যামেরা হিসেবে ডুয়াল ক্যামেরা ব্যবহার করা হয়েছে।