এ যেন বৈজ্ঞানিক কল্পকাহিনীকেও হার মানানো ঘটনা: কমান্ড দিলেই জুম হবে কন্টাক্ট লেন্স! এমন প্রযুক্তির কন্টাক্ট লেন্সই উদ্ভাবন করেছেন সান দিয়েগোর ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার বিজ্ঞানীরা। সাধারণ মানুষের ব্যবহারযোগ্য এমন কন্টাক্ট লেন্স তারা তৈরি করেছেন বলা ভুল হবে, তবে সে পথে অনেকখানি এগিয়ে গেছেন। চোখের নড়াচড়া দিয়ে এ কন্টাক্ট লেন্সের ফোকাল লেন্থ নিয়ন্ত্রণ করা যাবে। যেমন দুবার চোখ টিপলে লেন্সটি জুম হবে। অর্থাৎ দূরের জিনিস স্পষ্ট দেখা যাবে। খবর সিনেট।
এটি কী করে সম্ভব হলো? বিজ্ঞানীরা তার ব্যাখ্যায় বলছেন, মানুষের চোখের নড়াচড়ার সময় নির্দিষ্ট মানের ইলেক্ট্রঅকুলোগ্রাফিক সংকেত তৈরি হয়। আর চোখে লাগানো নমনীয় বায়োমিমেটিক লেন্সটি সে অনুয়ায়ী সাড়া দেয়। এ সংকেতের ওপর ভিত্তি করেই লেন্সটির ফোকাল লেন্থ বাড়ে কমে।
বিজ্ঞানীরা আরো জানিয়েছেন, ব্যবহারকারী কী দেখেন বা দেখেন না, তিনি বর্ণান্ধ কিনা বা ক্ষীণদৃষ্টি অথবা দূরদৃষ্টির সমস্যা আছে কিনা, এসব বিষয়ের ওপর লেন্সটির কার্যকারিতা নির্ভর করে না। কারণ এর সঙ্গে দৃষ্টিশক্তির কোনো সম্পর্ক নেই, বরং চোখের নির্দিষ্ট নড়াচড়ার ফলে সৃষ্ট বৈদ্যুতিক সংকেতে এটি সাড়া দেয়।
এ ধরনের লেন্স ভবিষ্যতে ভিজুুয়াল প্রোস্থেসিস, অ্যাডজাস্টেবল গ্লাস ও দূরবর্তী স্থান থেকে রোবট নিয়ন্ত্রণ করার পাশাপাশি ভার্চুয়াল রিয়েলিটিতে অনেক কাজে লাগবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।