স্মার্টফোন মার্কেট এখন শাওমির দখলে। শুধু শীর্ষ স্থান নয়, এই মুহূর্তে ভারতের প্রথম পাঁচটি স্মার্টফোন কোম্পানির কথা বললে এতেও চীনের রাজত্ব স্পষ্ট।
শাওমি ২০১৭ সালে প্রথম স্যামসাং কে হারিয়ে ভারতের নাম্বার ওয়ান স্মার্টফোন কোম্পানিতে পরিণত হয়েছিল। এতদিন স্যামসাং ছিল ভারতের দ্বিতীয় স্মার্টফোন কোম্পানি। তবে এবার এ জায়গাও হারাতে পারে দক্ষিণ কোরিয়ান কোম্পানিটি।
মার্কেট গবেষণা সংস্থা, ক্যানালিসের নতুন রিপোর্টে বলা হয়েছে, শিগগিরই ভিভো স্যামসাং থেকে দ্বিতীয় স্থানে ছিনিয়ে নেবে। যেভাবে ভিভো ভারতে তাদের ব্যবসা বাড়াচ্ছে তাতে এই বছরের শেষ কোয়ার্টারে স্যামসাংকে টপকে যাবে বলে অনুমান।
ক্যানালিসের নতুন রিপোর্ট অনুযায়ী, ২০১৯ এর দ্বিতীয় কোয়ার্টারে ভিভোর সবচেয়ে বেশি বিক্রি হয়েছে ওয়াই৯১ এবং ওয়াই১৭ । দুই কোয়ার্টারে কোম্পানি এই ডিভাইস দুটি প্রায় ১.৫ মিলিয়ন এ দেশে এনেছে। এদিকে কোম্পানি প্রথম কোয়ার্টারে যেখানে .৪৫ মিলিয়ন ফোন এদেশে এনেছিল সেখানে দ্বিতীয় কোয়ার্টারে ৫.৮ মিলিয়ন ফোন এনেছে। আগে ভারতে কোম্পানির দখলে ছিল ১৫ শতাংশ মার্কেট, তবে তা বেড়ে এখন হয়েছে ১৮ শতাংশ ।