শাওমি এবার তার বহুল জনপ্রিয় ‘এ’ সিরিজের নতুন ফোন। কিছু দিন আগে চিনের বাজারে তারা এনেছিল শাওমি । ইতোমধ্যেই তারা তাদের টুইট পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। খুব শীঘ্রই অ্যান্ড্রয়েড ওয়ান সিরিজের তৃতীয় ফোন এমআই এ৩ দেশের বাজারে আনতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
সুপার আমোলেড ডিসপ্লে,ইন ডিসপ্লে ফিংগার প্রিন্ট,গ্লাস বডি,ফাস্ট চারজিং,স্টক এন্ড্রয়েটের বাটার স্মুথ এক্সপেরিয়েন্সসহ ভারতের বাজারে পাওয়া যাবে (৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ) এবং ১৩ হাজার টাকা (৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ)। মাত্র ১১৬ হাজার রুপিতে।
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের স্টক সংস্করণকে অ্যান্ড্রয়েড ওয়ান বলা হচ্ছে। নিয়মিত সফটওয়্যার আপডেট পাওয়া যায় বলে অনেকেই স্টক অ্যান্ড্রয়েড ব্যবহারে অনেকেই স্বাচ্ছন্দ্যবোধ করে।
এমআই এ৩ ফোনে অ্যান্ড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেম-সহ থাকবে ৬ ইঞ্চি এইচডি আমোলড্ ডিসপ্লে (৭২০×১৫৬০)। ডিস্প্লের নীচে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনের ভিতরে থাকবে কোয়ালকম স্ন্যাপড্র্যাগন ৬৬৫ অক্টাকোর প্রসেসর।
ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপের মধ্যে ৪৮ মেগাপিক্সেল-এর সোনি আইএমএক্স ৫৮৬ সেন্সর, ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর এবং ২ মেগাপিক্সেলের তৃতীয় সেন্সর থাকবে। ফ্রন্ট ক্যামেরা থাকবে ৩২ মেগাপিক্সেল।
এ ছাড়াও এই ফোনে থাকবে ডুয়াল সিম ফিচার, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫এমএম, ইউএসবি সি-পোর্ট এবং ৩.৫ এমএম হেডফোন জ্যাক। ৪,০৩০ এমএএইচ-এর ব্যাটারি থাকবে যা দ্রুত চার্জ দেওয়া যাবে।