এনভিডিয়ার নতুন সুপার সিরিজের গ্রাফিক্স কার্ডের অন্যতম উত্পাদক আসুস বাংলাদেশে নিয়ে আসছে আরটিএক্স সিরিজের গ্রাফিক্স কার্ড। আসুস বাংলাদেশের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে নতুন সুপার কার্ডগুলো আসবে দেশের বাজারে।
আসুস আরওজি, টার্বো এবং ডুয়াল এই ৩টি সিরিজের মোট ৪টি কার্ড বাংলাদেশের বাজারে আসতে যাচ্ছে। কার্ডগুলোর মডেল হচ্ছে—এসটিআরআইএক্স-আরটিএক্স২০৮০এস-০৮জি-গেমিং, আরওজি-এসটিআরআইএক্স-আরটিএক্স ২০৬০এস-৮জি-গেমিং, টার্বো-আরটিএক্স২০৭০এস-৮জি ইভিওজি এবং ডুয়াল আরটিএক্স ২০৬০-৮জি-ইভিওজি। এখানে এস বলতে কার্ডগুলোর সুপার এডিশনকে বুঝানো হয়েছে।
৪টি মডেলের মধ্যে সর্বোচ্চ মডেলটি হলো এসটিআরআইএক্স-আরটিএক্স২০৮০এস-০৮জি-গেমিং গ্রাফিক্স কার্ডটি। এ গ্রাফিক্স কার্ডটির আগের সংস্করণের তুলনায় এতে সিইউডিএ কোর এবং মেমরি বাড়িয়ে যথাক্রমে ২১৭৬ এবং ৮ জিবি করা হয়েছে। মিড রেঞ্জের এ কার্ডটির আগের সংস্করণটি গেমারদের কাছে ব্যাপক পরিচিত এবং বর্তমান সংস্করণটি আগের আরটিএক্স ২০৭০-এর সমমানের পারফরমেন্স দিতে সক্ষম। প্রায় ২.৭ স্লটধারী এসটিআরআইএক্স সিরিজকে দেওয়া হয়েছে সর্বোচ্চ কুলিং সুবিধা এবং ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম কম্পোনেন্টস।
সবগুলো গ্রাফিক্স কার্ড পাওয়া যাবে এ সপ্তাহের শেষে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড এবং আসুসের অথোরাইড ডিলার হাউজে।