দক্ষিণ কোরিয়ায় ঠিক ৫০ বছর আগে প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে পথচলা শুরু হয়েছিল স্যামসাং ইলেক্ট্রনিক্সের। এতগুলো বছর পেরিয়ে স্যামসাং প্রতিনিয়ত নতুন উদ্ভাবনের দিকে এগিয়ে যাচ্ছে।
বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট-এর তথ্যমতে, ২৫ শতাংশেরও বেশি মার্কেট শেয়ার নিয়ে পরিমাণের ভিত্তিতে স্যামসাং এক নম্বর স্মার্টফোন প্রতিষ্ঠান। এর পাশাপাশি ৪৩ শতাংশেরও বেশি মার্কেট শেয়ার নিয়ে অর্থমূল্যের ভিত্তিতেও বিশ্বের এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ড স্যামসাং।
বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম স্যামসাংকে দেশের শীর্ষ মোবাইল ব্র্যান্ডের স্বীকৃতি দিয়েছে। মোবাইল হ্যান্ডসেট আমদানিকারকদের সংগঠন বাংলাদেশ মোবাইল ফোন ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএমপিআইএ) প্রতিবেদন বলছে, গত কয়েক বছর ধরে বাংলাদেশের বাজারে আর্থিক মূল্যের হিসাবে স্মার্টফোন বিক্রিতে শীর্ষে আছে স্যামসাং।
স্যামসাং-এর সাম্প্রতিক সাফল্যের পেছনে গ্যালাক্সি এ সিরিজের স্মার্টফোনের রয়েছে বিরাট অবদান। স্মার্টফোনের বাজারে এই সেটগুলো আকর্ষণীয় ফিচার নিয়ে বিশ্বব্যাপী ক্রেতাদের মন জয় করে চলেছে। প্রতিষ্ঠানটি প্রিমিয়াম হ্যান্ডসেটের পাশাপাশি বিভিন্ন আয়ের মানুষদের কথা মাথায় রেখে প্রতি বছর কিছু বিশেষ মডেল বাজারজাত করে থাকে। এর মধ্যে গ্যালাক্সি এ সিরিজ উল্লেখযোগ্য। গ্যালাক্সি এ১০ থেকে শুরু করে এ২০, এ৩০, এ৫০, এ৭০, এ৮০ এবং সর্বশেষ এ৩০এস ও এ৫০এস বাজারে ছেড়েছে স্যামসাং মোবাইল বাংলাদেশ। ক্রেতাদের চাহিদা অনুযায়ী গ্যালাক্সি এ সিরিজের ফোনগুলো তৈরি করেছে স্যামসাং আর তাতেই বাজার জয় করতে পেরেছে প্রতিষ্ঠানটি।
সাম্প্রতিক সাফল্য, বিশ্বজুড়ে ৫০ বছর, বাংলাদেশে ১০ বছর এবং বাংলাদেশে মোবাইল ফোন সংযোজনের ১ বছর পুর্তি সন্ধিক্ষণে স্যামসাং ক্রেতাদের জন্য অতি শীঘ্রই আনতে যাচ্ছে অভাবনীয় বেশ কিছু অফার। নিজেদের সাফল্যের ধারা অব্যাহত রাখার পাশাপাশি সম্মানিত ক্রেতাদের অবদানের প্রতিদান দিতেই স্যামসাং মুখিয়ে আছে আগামীর আয়োজন নিয়ে।