আজকাল বাজেট ফোনের প্রতি আগ্রহ সবার। তবে সমস্যা হচ্ছে বাজেট ফোন কিনতে গেলে একটি সুবিধা থাকলেও আরেকটি সুবিধা মিলছে না। এ ক্ষেত্রে সমাধান হতে পারে কয়েকটি ফোন। যেখানে আপনি সাধ্যের মধ্যে সবটুকু সুবিধা পাবেন।
ভিভো ইউ ২০ফোনটিতে রয়েছে ৬.৫৩ ইঞ্চি ডিসপ্লে, ৪ জিবি র্যাম, ৬৪ জিবি স্টোরেজ, ৫০০০ এমএইচ ব্যাটারি৷ ১৬+৮+২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যমেরা। দাম পড়বে ১৫ হাজার টাকা।
স্যামসাং গ্যালাক্সি এম৩০এসফোনটিতে রয়েছে ৬.৪০ ইঞ্চি ডিসপ্লে, ৪ জিবি র্যাম, ৬৪ জিবি স্টোরেজ, ৬০০০ এমএইচ ব্যাটারি৷ ৪৮+৫+৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যমেরা।দাম পড়বে ২৩ হাজার ৫০০ টাকা।
ভিভো জেড১এক্স প্রোফোনটিতে রয়েছে ৬.৩৮ ইঞ্চি ডিসপ্লে, ৪ জিবি র্যাম, ১২৮ জিবি স্টোরেজ, ৪৫০০ এমএইচ ব্যাটারি৷ ৪৮+৮+২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যমেরা। দাম পড়বে ১৭ হাজার ৫০০ টাকা।
রিয়েলমি এক্সটি প্রো ফোনটিতে রয়েছে ৬.৪০ ইঞ্চি ডিসপ্লে, ৪ জিবি র্যাম, ৬৪ জিবি স্টোরেজ, ৪০০০ এমএইচ ব্যাটারি৷ ৬৪+৮+২+২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যমেরা। দাম পড়বে ২১ হাজার টাকা।
রেডমি নোট ৮ প্রো ফোনটিতে রয়েছে ৬.৫৩ ইঞ্চি ডিসপ্লে, ৬ জিবি র্যাম, ৬৪ জিবি স্টোরেজ, ৪৫০০ এমএইচ ব্যাটারি৷ ৬৪+৮+২+২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যমেরা। দাম পড়বে ২৪ হাজার টাকা।
রিয়েলমি ৫ প্রোফোনটিতে রয়েছে ৬.৩০ ইঞ্চি ডিসপ্লে, ৪ জিবি র্যাম, ৬৪ জিবি স্টোরেজ, ৪০৩৫ এমএইচ ব্যাটারি৷ ৪৮+৮+২+২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যমেরা। দাম পড়বে ১৪ হাজার ৫০০ টাকা।