মোবাইল ফোন অপারেটর রবির চার কোটি ৯০ লাখ গ্রাহককে নিজেদের করে নিচ্ছে মোবাইলে আর্থিক লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন ‘নগদ’ ও মুঠোফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড যৌথভাবে গ্রাহককে আর্থিক অন্তর্ভূক্তিতে আনার প্রক্রিয়া শুরু করেছে।
মোবাইল অপারেটর রবির সব সিম ব্যবহারকারী স্থানান্তর হলে ছয় কোটি ছাড়িয়ে যাবে নগদের গ্রাহক। বিশ্বে এই প্রথম আর্থিক অন্তর্ভূক্তির এই অনন্য দৃষ্টান্ত স্থাপন করল নগদ। এর মধ্য দিয়ে গ্রাহক সংখ্যায় দেশের ১ নম্বর ডিজিটাল আর্থিক সেবা হিসেবে প্রতিষ্ঠিত হলো নগদ। বর্তমানে তাদের গ্রাহক আছে এক কোটি ২২ লাখ।
নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিও এ বিষয়ে অনাপত্তি পত্র দিয়েছে বলে জানা গেছে। ‘নগদের গ্রাহক বাড়ানোর লক্ষ্যে রবি আজিয়াটা লিমিটেডের গ্রাহকদের নগদ এ গ্রাহকীকরণের নিমিত্তে বাংলাদেশে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কর্তৃক অনাপত্তি প্রদান সংক্রান্ত’ বিষয়ে এক চিঠিতে এ অনাপত্তিপত্র দেওয়া হয়েছে।
২৬ মার্চ ২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে নগদ-এর উদ্বোধন করেন। এরপর মাত্র ১০ মাস ১০ দিনে নগদ দেশের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এই স্বল্প সময়ে সারা দেশের বিভিন্ন প্রান্তে বিস্তৃত হয়েছে নগদের নেটওয়ার্ক।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বারের তত্ত্বাবধানে দেশের মানুষের নির্ভরতার প্রতীক হয়ে ওঠায় খুব অল্প সময়ে দৈনিক ১০০ কোটি টাকা লেনদেনের মাইলফলক অতিক্রম করেছে নগদ।