করোনা পরিস্থিতিতে স্মার্টফোনের দাম বাড়ালো অপো। এই চীনা স্মার্টফোন কোম্পানিটি এ১কে থেকে রেনো ৩প্রো, মোট ১৬ টি স্মার্টফোন ভ্যারিয়েন্টের দাম বাড়িয়েছে। কোম্পানি সর্বোচ্চ ২ হাজার টাকা পর্যন্ত তাদের ফোনের দাম বাড়িয়েছে বলে জানা গেছে। এই দাম বাড়ানোর পিছনে জিএসটি হল কারণ। কিছুদিন আগে কেন্দ্র থেকে মোবাইলের উপর জিএসটি ১২ শতাংশ থেকে বাড়িয়ে ১৮ শতাংশ করা হয়। এরপরই ফোনের দাম বাড়ালো অপ্পো।
ভারতের মুম্বাইয়ের মহেশ টেলিকম থেকে আজ টুইট করে এই খবর জানানো হয়। আগামী ১ এপ্রিল থেকে এই ফোনগুলির নতুন দাম কার্যকর হবে। নতুন জিএসটি রেটের উপর ভিত্তি করে কোম্পানি এই দাম বাড়িয়েছে। ভিভো ও তাদের ফোনের দাম বাড়াতে পারে বলে জানা গেছে।