ওয়ানপ্লাস ৭ সিরিজের স্মার্টফোনগুলো বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছে। মূলত এ সিরিজের ওপর ভর করে বৈশ্বিক স্মার্টফোন বাজারে আলাদা পরিচিতি পেয়েছে চীনা এ ব্র্যান্ড। সাফল্যের ধারাবাহিকতায় এবার ৮ সিরিজের নতুন স্মার্টফোন বাজারে এনেছে ওয়ানপ্লাস।
২৯ এপ্রিল থেকে ওয়ানপ্লাস ৮ প্রো এর প্রি-বুকিং শুরু হয়েছে কিন্তু এরই মধ্যে অনেকে ফোন ফিরিয়ে নিয়ে টাকা ফেরতের জন্য দাবি জানিয়েছেন।
ওয়ানপ্লাসের ফোরামে বেশি কিছু ব্যবহারকারী অসন্তোষ প্রকাশ করেছে । ব্যবহারকারীদের দাবি ডিসপ্লেতে সবুজ রঙের ছিদ্র এবং কালো দাগ দেখতে পাচ্ছে। যদিও কোম্পানি ওটিএ আপডেট দিয়ে গ্রিন টিন্টের সমস্যাটি সমাধান করেছে কিন্তু এখনো রয়ে গেছে কালো দাগের সমস্যাটি।
ইয়াং জিন নামে এক ব্যবহারকারী জানিয়েছেন, আমি গত দুই দিন হল ওয়ানপ্লাস ৮ প্রো ফোনটি হাতে পেলাম ।ফোনটি অপেন করে ডিসপ্লেতে সবুজ রঙের ছিদ্র এবং কালো দাগ দেখতে পাচ্ছি ।
এসব অভিযোগের ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি ওয়ানপ্লাস।
ওয়ানপ্লাস ৮ প্রোতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। সাথে ফোনের পিছনে আছে কোয়াড রিয়ার ক্যামেরা।