ফিনল্যান্ডের টেলিকম যন্ত্রাংশ নির্মাতা নোকিয়া ফ্রান্সে তাদের অঙ্গ প্রতিষ্ঠান অ্যালকাটেল-লুসেন্ট ইন্টারন্যাশনালের ১২৩৩ কর্মী ছাঁটাই এর পরিকল্পনা করেছে, যা ইউনিটটির মোট জনবলের এক তৃতীয়াংশ। খবর রয়টার্স।
সোমবার রয়টার্সে খবর প্রকাশের আগে বিষয়টি নিশ্চিত করেছে নোকিয়া। পাঁচ বছর আগে কর্মী ছাঁটাই না করার শর্তে ইউনিটটি কিনেছিলো নোকিয়া। তবে যে সময়ে ইউরোপ পরবর্তী প্রজন্মের মোবাইল ইন্টারনেটের প্রস্তুতি নিচ্ছে সেই সময়ে এই পরিকল্পনা প্রকাশ করা হলো।
ফাইভজি নেটওয়ার্ক তৈরিতে এরিকসন এবং হুয়াওয়ের সাথে প্রতিদ্বন্দ্বিতা করা নোকিয়া জানিয়েছে, উল্লেখজনকভাবে খরচের চাপ কমাতে কর্মীর সংখ্যা কমানোর প্রয়োজন ছিলো।