বিশ্বের দ্রুত বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে বেশ কিছু জনপ্রিয় ফোন । টেক-ট্রেন্ডি তরুণ গ্রাহকদের দৈনন্দিন চাহিদা পূরণের লক্ষ্যে বাংলাদেশের বাজারে ফোন গুলো উন্মুক্ত করেছে রিয়েলমি।
দেশের বাজারে এই পর্যন্ত মোট ৪ টি ফোন এনেছে রিয়েলমি যার মডেলগুলো হল রিয়েলমি সি২, রিয়েলমি সি৩, রিয়েলমি ৫আই, রিয়েলমি ৫আই ।
চলুন জেনেনেনি দেশের বাজারে রিয়েলমি কোন ফোনের দাম কত?
রিয়েলমি সি২
দৈনন্দিন সব কাজ নিমেষেই সম্পন্ন করার পাশাপাশি পছন্দের টিভি সিরিজ দেখতে এবং গেমিং অভিজ্ঞতায় অবিস্মরণীয় চমক দিতে ফোনটিতে রয়েছে ১৯.৫:৯ অনুপাতের এইচডি+ ডিসপ্লে এবং ২.০ গিগাহার্টজ ক্ষমতাসপন্ন অক্টাকোর প্রসেসর। ডিউড্রপ ও ডায়মন্ড-কাট নকশার ফোনটিতে ১২ ন্যানোমিটারের মিডিয়াটেক হেলিও পি২২ চিপসেট ব্যবহার করা হয়েছে। এর নজরকাড়া ডিজাইন, শক্তিশালী প্রসেসর এবং সেইসাথে আছে অসাধারণ ব্যাটারি ব্যাকআপ যার ফলে হেভি ইউজের ক্ষেত্রেও একদিন পার করে দেওয়া যাবে। দেশের বাজারে স্মার্টফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ৮,৯৯০ টাকা।
রিয়েলমি সি৩
রিয়েলমি সি৩ ফোনে থাকছে ৬.৫ ইঞ্চি বিশাল আইপিএস ডিসপ্লে। রিয়েলমি এর তরফ থেকে এই ডিসপ্লেকে বলা হচ্ছে মিনি ড্রপ ফুলস্ক্রিন ডিসপ্লে।রিয়েলমি সি৩ তে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৭০ প্রসেসর, যা একটি গেমিং ফোকাসড চিপসেট । রিয়েলমি সি৩ এর ব্যাকে থাকছে ১২ মেগাপিক্সেলের মেইন রিয়ার ক্যামেরা। এর পাশাপাশি থাকছে ২ মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর এবং ২ মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা। এছাড়াও রিয়েলমি সি৩ এর ফ্রন্টে থাকছে ৫ মেগাপিক্সেলের সেল্ফি ক্যামেরা, যা ফোনের দাম বিবেচনায় ঠিকঠাক ই বলা চলে। দেশের বাজারে স্মার্টফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ১০,৯৯০ টাকা।
রিয়েলমি ৫আই
সারাদিনের ব্যবহার ও ৩০ দিনের স্ট্যান্ডবাই সুবিধার জন্য ৫আই স্মার্টফোনে সংযোজন করা হয়েছে বিশাল ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। বিশেষ এক অগ্নিনির্বাপক পর্দার ব্যবহারে ব্যাটারি এখন আরো অনেক বেশি নিরাপদ। পাশাপাশি, ১১ ন্যনোমিটারের শক্তিশালী স্ন্যাপড্রাগন ৬৬৫ চিপসেট এবং ২.০ গিগাহার্টজের অপারেটিং ক্ষমতাসম্পন্ন প্রসেসর দিবে চমৎকার গেমিং অভিজ্ঞতা। চারটি অসাধারণ ক্যামেরার সমন্বয়ে আরো সব চমৎকার ছবি তোলার জন্য থাকছে ৮ মেগাপিক্সেলের ১১৯° আলট্রা ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, ১২ মেগাপিক্সেলের মূল ক্যামেরা, ২ মেগাপিক্সেলের পোর্টেট লেন্স এবং ২ মেগাপিক্সেলের আল্ট্রা-ম্যাক্রো লেন্স। দেশের বাজারে স্মার্টফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ১২,৯৯০ টাকা।
রিয়েলমি ৬আই
৬.৫ ইঞ্চির নচযুক্ত ফুলস্ক্রিন ডিসপ্লে দেয়া হয়েছে রিয়েলমি ৬আই স্মার্টফোনে। রিয়েলমি এই নচ এর নাম দিয়েছে মিনি-ড্রপ নচ। ফোনটির ডিসপ্লের রেজ্যুলেশন এইচডি+।মিডিয়াটেক এর হিলিও জি৮০ প্রসেসরযুক্ত সর্বপ্রথম ফোন, রিয়েলমি ৬আই। এই চিপসেটটি শক্তিশালী হওয়ায় ভিডিও দেখার মত হালকা টাস্ক থেকে গেমিং এর মত ভারি টাস্কগুলোও সহজেই চলবে এই ফোনে। বাংলাদেশে রিয়েলমি ৬আই ফোনটির একটি মাত্র ভ্যারিয়েন্ট পাওয়া যাবে। ৪ জিবি র্যাম এর অফিসিয়াল রিয়েলমি ৬আই এ রয়েছে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। রিয়েলমি ৬আই এর পেছনে থাকছে কোয়াড ক্যামেরা সেটাপ। ৪৮ মেগাপিক্সেল মেইন শুটার এর পাশাপাশি থাকছে ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। এছাড়াও রয়েছে ২মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। ফোনটির সামনে মিনি-ড্রপ নচ এর মধ্যে থাকছে ১৬ মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা। দেশের বাজারে স্মার্টফোনটির দাম নির্ধারণ করা হয়েছে১৬,৯৯০ টাকা।