রিয়েলমি মিড বাজেটের বাজারে নিয়ে আসতে যাচ্ছে রিয়েলমি সি১১। সম্প্রতি ফোনটির ছবি এবং স্পেসিফিকেশন ইন্দোনেশিয়ার ই-কমার্স রিটেইল সাইটে প্রকাশিত হয়েছে। কোম্পানি কিছুদিন আগেই জানিয়েছিল যে এই বাজেট ফোনে মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর থাকবে। এই প্রসেসরের সাথে এটি প্রথম ফোন হবে।
রিয়েলমি সি ১১ ফোনে ডুয়েল সিম থাকবে। এতে ২ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ থাকবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১০ বেসড রিয়েলমি ইউআই এ চলবে। যদিও এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবেনা। চার্জিংয়ের জন্য এতে ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হতে পারে।
ফটোগ্রাফির জন্য এতে ডুয়েল রিয়ার ক্যামেরা দেওয়া হবে। এর প্রাইমারি ক্যামেরা ১৩ মেগাপিক্সেল হতে পারে, অন্য ক্যামেরাটি হবে ২ মেগাপিক্সেল। সেলফির জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। ফোনটিতে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকছে। তবে এতে ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকছে না। এর অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ১০ এবং রিয়েলমি ইউআই।