বাড়ির ভেতর উড়ে ভিডিও করবে এমন ছোট ড্রোন উন্মোচন করেছে ই-কমার্স জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠান অ্যামাজন।
২০১৩ সালেই অ্যামাজন প্রধান জেফ বেজোস অঙ্গীকার করেছিলেন যে, শীঘ্রই সব জায়গায় উড়বে ড্রোন, সরবরাহ করবে পণ্য। কিন্তু বাড়ির মধ্যে ভিডিও ফুটেজ সংগ্রহ করবে ড্রোন, এমন কল্পনা হয়তো কেউ করেননি।
বৃহস্পতিবার ‘রিং অলওয়েজ হোম ক্যাম’ নামে একটি ড্রোন উন্মোচন করেছে অ্যামাজনের রিং ডিভিশন।
নিউ ইয়র্ক টাইমস-এর প্রতিবেদন বলছে, নিরাপত্তার জন্য বাড়ির মধ্যে উড়ে সব কিছু ভিডিও করবে ড্রোনটি, এমনটাই দাবি নির্মাতা প্রতিষ্ঠানের। ছোট আকারের এই ড্রোনের বাজার মূল্য হবে ২৪৯ মার্কিন ডলার।
বৃহস্পতিবারের ইভেন্টে নতুন ইকো ডিভাইস, লুনা নামে ক্লাউড গেইমিং সেবা এবং অন্যান্য পণ্যও উন্মোচন করেছে অ্যামাজন। নতুন এই পণ্যগুলোর মধ্যে নজর কাড়বে হয়তো ড্রোনটিই।
প্রচারণার ভিডিওতে দেখা গেছে, বাড়িতে চোর ঢুকেছে, ড্রোনটি সোজা উড়ে গিয়ে তার ভিডিও করছে। আর এই ফুটেজটি মোবাইলে দেখছেন বাড়ির মালিক, ড্রোনটি নিয়ে উৎসাহ দেখা দিলেও তা হয়তো অ্যামাজনের প্রত্যাশা মতো হয়নি।