চলতি বছরের তৃতীয় প্রান্তিকে বিশ্বজুড়ে ৩৬ কোটি ৬০ লাখ ইউনিট স্মার্টফোন বিক্রি হয়েছে। বিক্রির এ পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৭ শতাংশ কম। আইটি পরিষেবা পরিচালনা সংস্থা গার্টনারের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর ইটি ডটকম।
গতকাল প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের তৃতীয় প্রান্তিকে সামগ্রিক ৪০ কোটি ১০ লাখ ইউনিট মোবাইল ফোন বিক্রি হয়েছে। এটি গত বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৭ শতাংশ কম। বৈশ্বিক এ ফোনের বাজারে ২২ শতাংশ শেয়ার নিয়ে শীর্ষে রয়েছে দক্ষিণ কোরিয়া ভিত্তিক ফোন প্রস্তুতকারক সংস্থা স্যামসাং। এছাড়া ১৪ দশমিক ১ শতাংশ শেয়ার নিয়ে চীনা সংস্থা হুয়াওয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
জুলাই-সেপ্টেম্বরের এ সময়কালে ফোন বিক্রিতে প্রথমবারের মতো অ্যাপলকে ছাড়িয়ে তৃতীয় অবস্থানে উঠে গেছে চীনা ব্র্যান্ড শাওমি। ওই সময়ে শাওমির ৪ কোটি ৪৪ লাখ ইউনিট ফোন বিক্রির তুলনায় অ্যাপলের ফোন বিক্রি হয়েছে ৪ কোটি ৫ লাখ ইউনিট।