সেরা ল্যাপটপের তালিকায় এবার আমাদের বাজেট হলো ৪৫০০ টাকা। যদিও কিছু ল্যাপটপের মূল্য ৪৫ হাজার টাকা ছাড়িয়ে যেতে পারে তবে তা খুব একটা বেশি হবে না। যথা সম্ভব ৪৫ হাজারের ভেতরে রাখার চেষ্টা করব। তবে চলুন জেনে নেই আমাদের বাজেটের ভেতরে সেরা ৫টি ল্যাপটপ সম্পর্কে।
এইচপি ১৫এস ডিইউ১০১২টিইউ
এই ল্যাপটপে আছে ইন্টেল কোর আই৩-১০১১০ইউ প্রসেসর এবং ৪গিগাবাইট ডিডিআর৪ র্যাম ও ১টেরাবাইট হার্ড ডিস্ক। এতে আছে একটি এমডট২ স্লট এবং সাথে একটি অতিরিক্ত র্যাম স্লট। এই ল্যাপটপে সর্বোচ্চ ৩২গিগাবাইটের র্যাম ব্যবহার করা যাবে। এই ল্যাপটপে আছে ২কটি ২৫.৬ ইঞ্চির ফুল এইচডি ডিস্প্লে এবং এই ল্যাপটপের মূল্য মাত্র ৪৩ হাজার ৫০০ টাকা।
লেনোভো আইডিয়াপ্যাড এস১৪৫-১৫আইআইএল
এই ল্যাপটপে আছে ইন্টেল কোর আই৩-১০০৫জি১ প্রসেসর এবং ৪ গিগাবাইটের ডিডিআর৪ র্যাম সাথে ১টেরাবাইটের হার্ড ডিস্ক। এতে আছে একটি অতিরিক্ত র্যাম স্লট এবং একটি এমডট২ স্লট। এই ল্যাপটপে সর্বোচ্চ ১২ গিগাবাইট পর্যন্ত র্যাম ব্যবহার করা যাবে। এই ল্যাপটপে আছে ১৫.৬ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে এবং এর বাজাড় মূল্য মাত্র ৪৪ হাজার ৫০০ টাকা।
আসুস ১৫এক্স৫০৯জেএ
এই ল্যাপটপে আহচে ইন্টেল কোর আই৩-১০০৫জি১ প্রসেসর এবং ৪ গিগাবাইটের ডিডিআর৪ র্যাম সাথে ১টেরাবাইটের হার্ড ডিস্ক। এতে আছে একটি অতিরিক্ত র্যাম স্লট এবং একটি এমডট২ স্লট। এই ল্যাপটপে সর্বোচ্চ ৮গিগাবাইট পর্যন্ত র্যাম ব্যবহার করা যাবে। এই ল্যাপটপে আছে ১৫.৬ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লেএবং এর বাজাড় মূল্য মাত্র ৪৫ হাজার টাকা।
লেনোভো আইডিয়াপ্যাড এস১৪৫
এই ল্যাপটপে আছে ইন্টেল কোর আই৩-৮১৪৫ইউ প্রসেসর এবং ৪ গিগাবাইটের ডিডিআর৪ র্যাম ও ১টেরবাইটের হার্ডডিস্ক। এতে আছে একটি এমডট২ স্লট এবং একটি অতিরিক্ত র্যাম স্লট যার সাহায্যে এই ল্যাপটপে সর্বোচ্চ ১২ গিগাবাইটের র্যাম ব্যবহার করা যাবে। এই ১৫.৬ ইঞ্চির ডিসপ্লেযুক্ত ল্যাপটপের মূল্য মাত্র ৪৬ হাজার টাকা।
আসুস ডি৫০৯ডিজে
এই ল্যাপটপে আছে এএমডি রাইজেন৫-৩৫০০ইউ প্রসেসর এবং ৪ গিগাবাইটের ডিডিআর৪ র্যাম ও ১টেরাবাইটের হার্ড ডিস্ক। এতে আছে একটি এমডট২ স্লট এবং একটি অতিরিক্ত র্যাম স্লট যার সাহায্যে এই ল্যাপটপে সর্বোচ্চ ১২গিগাবাইট র্যাম হিসেবে ব্যবহার করা যাবে। এই ১৫.৬ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লেযুক্ত ল্যাপটপের মূল্য মাত্র ৪৯ হাজার ৫০০ টাকা।