আমাদের মধ্যে অনেকে আছে যারা অনেক কম বাজেটে ল্যাপটপ খুজছেন। তাই আজকে আমরা কথা বলব ২৮হাজার টাকার একটি ল্যাপটপ নিয়ে। ল্যাপটপটি হলো ওয়ালটন প্রিলুড এন ১৪। তো চলুন বিস্তারিত জেনে নেয়া যাক ল্যাপটপটি সম্পর্কে!
বিল্ড কোয়ালিটিঃ-
ল্যাপটপটি বিল্ড করা হয়েছে প্লাস্টিক ফ্রেমে।এর সম্পুর্ন বডি প্লাস্টিকের তৈরি।ল্যাপটপটির বডি ডাইমেনশন 345 x 243 x 23.35 মিলিমিটার।এর ওজন ১.৩৫ কেজি।ল্যাপটপটি বাজারে পাওয়া যাবে সিল্ভার এবং ডার্ক ব্ল কালারে।
প্রসেসর এবং জিপিইউঃ
এতে দেয়া হয়েছে ইন্টেল জেমিনি লেক এন৪১০০ প্রসেসর।এটি ১৪ ন্যানো মিটারের একটি প্রসেসর।যার বেস ক্লক ১.১গিগা হার্জ।এই প্রসেসরে আছে ৪এম্বি স্মার্ট মেমোরি ক্যস।এই প্রসেসর এর সাথে ইন্টিগ্রেটেদ জিপিইউ হিসেবে থাকছে ঈন্টেল ইউএইচডি গ্রাফিক্স ৬০০।
ডিসপ্লেঃ এতে দেয়া হয়েছে ১৩.৩ইঞ্চির এফএইচডি আইপিএস ম্যাট এলিডী ডিসপ্লে।এই বাজেটে বলা চলে ডিসপ্লে টী অসাধারন।
র্যাম এবং স্টোরেজঃ
এতে থাকছে ৪জিবি ডিডিয়ার৪ ২৪০০ মেগা হার্য এর একটি র্যাম।স্টোরেজ হিসেবে এতে দেয়া হয়েছে ২৫৬জিবি সাটা এম ডট ২ এস এস ডি।
নেটওয়ার্ক এবং ওয়ারলেস কানেক্টিভিটীঃ
এতে থাকছে ডুয়েল ব্যান্ড ওয়াই ফাই রিসিভার।ব্লুটূথ ৪.২ ।
ইনপুট ডিভাইসঃ
এতে থাকছে মাল্টি ল্যাঙ্গুয়েজ এ৪ সাইজ আইসোলেটেড কি-বোর্ড।ব্লিট ইন টাচ প্যাড .২মেগাপিক্সেলের ওয়েব ক্যাম দেয়া হয়েছে এতে।আরো থাকছে টিএফ কার্ড রিডার।
পোর্টস,কানেক্টরস এবং স্লোটসঃ
এতে থাকছে একটা ইউএসবি ২.০ পোর্ট,ইউএসবি ৩.০ টাইপ এ এর একটি পোর্ট।ডিসপ্লে কানেক্ট করার জন্য থাকছে একটী এইচডি এমাই পোর্ট।সাথে আছে একটি অডিও কম্ব জ্যাক।
ব্যাটারিঃ
৩প্যাকের ইম্বেডেড পলিমার স্মার্ট লিথিয়াম -লন ব্যাটারি ।ব্যাটারি ব্যাকাপ নিয়ে কিছু বলার নেই।কারন এটি নির্ভর করে ইউজ করার ওপর।
ওয়ারেন্টিঃ
এতে থাকছে ১বছরের ম্যানুফাকচারিং ওয়ারেন্টি।