গ্যালাক্সি বুক ফ্লেক্স আসলে একটি কনভার্টেবল ল্যাপটপ। চাইলে এটি ৩৬০ ডিগ্রি বাঁকিয়ে ট্যাবলেট হিসেবেও ব্যবহার করা যাবে। অন্যদিকে, আয়ন ল্যাপটপটি প্রচলিত ক্লামশেল ডিজাইনে তৈরি। আজকে আমরা কথা বলবো স্যামসাং গ্যালাক্সি বুক ফ্লেক্স সম্পর্কে। জানাবো এর প্রসেসর, ডিসপ্লে , ব্যাটারি ,অপারেটিং সিস্টেম এবং অন্যান্য আকর্ষণীয় ফিচার সম্পর্কে। তাই স্যামসাংয়ের এই ল্যাপটপটি সম্পর্কে বিস্তারিত জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটিতে।
ফুল অ্যালুমিনিয়াম বডি এবং সুপার স্লিম হওয়ার কারণে স্যামসাং গ্যালাক্সি বুক ফ্লেক্স আপনার নজর কাড়বে সহজেই। এছাড়াও এর রয়েছে চমৎকার সব ফিচার। এর মধ্যে একটি আকর্ষণীয় ফিচার আপনাকে মনে করিয়ে দেবে স্যামসাং গ্যালাক্সি নোট ১০ সিরিজের কথা। আপনারা নিশ্চয় এতক্ষণে বুঝে গেছেন এখানে রয়েছে একটি বিল্ডিং এসপেন। এই এসপেনে আপনারা ইয়ার একশন সহ সব ফিচারই পাবেন যা পাওয়া যায় স্যামসাং গ্যালাক্সি নোট ১০ এর মধ্যে।
এবারে কথা বলি ল্যাপটপের ডিসপ্লে নিয়ে। এতে থাকছে ১৩.৩ ইঞ্চি কিউ এলইডি ডিসপ্লে। সুপার ব্রাইটনেস কিউ এলইডি ডিসপ্লের কারণে আপনি আউটডোরেও ব্যবহার করা যাবে এই ল্যাপটপটি। এছাড়াও এতে থাকছে স্পেশাল আউটডোর সিস্টেম, যেখানে আপনি সরাসরি সানলাইট এ বসেও ইউজ করতে পারবেন ল্যাপটপটি। এই ল্যাপটপের প্রসেসর হিসেবে থাকছে ইন্টেল ১০ জেনারেশনের কোর প্রসেসর ।পাচ্ছেন ইন্টেল এর ইউএসডি গ্রাফিক্স ।যেখানে গ্রাফিক্স এবং ভিডিও এডিটিং এর কাজ করে খুবই মজা পাবেন এতে ।এখানে রেম ইউজ করতে পারবেন আপটু ১৬ জিবি পর্যন্ত এবং ইন্টারনাল স্টোরেজে হিসেবে পাচ্ছেন ২৫৬ অথবা ৫১২ অথবা ১০০০ জিবি ভেরিয়েন্ট যা এই ল্যাপটপটির ফাস্ট পারফরম্যান্সের জন্য অন্যতম সহায়ক।
এছাড়াও থাকছে ইউএসবি ৩, ইউএসবি সিপর্ট এবং একটি এমএম হেডফোন জাক। এছাড়াও ওয়ারলেস নেটওয়ার্ক থাকছে ওয়াইফাই ৬ আর ওরিও, স্মার্ট এফ সহ এ কে জি স্টরিও । আশা করা যাচ্ছে এর থেকে ভালো সাউন্ড এর কোয়ালিটি পাওয়া যাবে। এর রয়েছে দুটি ভেরিয়েন্ট। একটি ১৩ ইঞ্চি এবং আরেকটি ১৫ ইঞ্চির। ১৩ ইঞ্চির ব্যাটারি ব্যাকআপ থাকবে ২০ ঘন্টা এবং ১৫ ইঞ্চির ব্যাটারি ব্যাকআপ থাকবে ১৯ ঘন্টা। মাত্র এক ঘণ্টার ব্যবধানে ভেরিয়েন্ট দুটিতে। তবে ১৯,২০ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ সত্যিই একটি ল্যাপটপের জন্য খুবই চমৎকার।
নির্মাতাদের মতে স্যামসাং গ্যালাক্সি বুক ফ্লেক্স ল্যাপটপ দিয়ে তৈরি করা হয়েছে তাদের জন্য যাদের মিট বাজেটের মধ্যে লেটেস্ট এবং গ্রেটেস্ট ল্যাপটপ প্রয়োজন। তাই আপনি যদি বিজনেস , পার্সোনাল ইউজ অথবা কর্পোরেট এর জন্য মিড বাজেট এর একটি ভাল ল্যাপটপ কিনতে চান তাহলে স্যামসাং গ্যালাক্সি বুক ফ্লেক্স ল্যাপটপ টি কিনতে পারেন।