২০২০ সালে ভারতে স্মার্টব্যান্ড ও ঘড়ির বাজার ৩ হাজার ৮০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে। সে বছর ৫৪ লাখ পণ্যের চালান দেয়া হয়। গত বৃহস্পতিবার টেক আর্ক প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবর আইএএনএস।
প্রতিবেদনে দেখা যায়, ২০২০ সালে শাওমি ও রিয়েলমি দুটি প্রতিষ্ঠানই বিক্রীত পণ্য ও গুণগত মানের দিক থেকে শীর্ষ পাঁচ প্রতিষ্ঠানের তালিকায় প্রথম দিকে স্থান করে নিয়েছে। নয়েজ নামের আরেকটি স্মার্ট অ্যাকসেসরিজ প্রতিষ্ঠান তৃতীয় স্থান অর্জন করেছে।
উচ্চমূল্যের পণ্য বিক্রি করেও লভ্যাংশ বা রাজস্ব আয়ের দিক থেকে শীর্ষে আছে অ্যাপল ও স্যামসাং। যেখানে তাদের প্রতিদ্বন্দ্বীরা কম দামে পণ্য সরবরাহের ব্যাপারেই কাজ করে যাচ্ছে।
টেক আর্কের প্রতিষ্ঠাতা এবং প্রধান গবেষক ফয়সাল কাওসা এক বিবৃতিতে বলেন, স্বাস্থ্য ও ফিটনেস সেবার বাইরেও স্মার্টব্যান্ড ও ঘড়ি বর্তমান সময়ে ব্যবহারকারীদের জন্য অন্যতম প্রধান পরিধানযোগ্য বস্তুতে পরিণত হয়েছে। এটি ব্যবহারের ফলে বার বার ফোন খুলে মেসেজ এবং নোটিফিকেশন দেখার প্রবণতা হ্রাস পেয়েছে, যা খুবই ইতিবাচক।
তিনি বলেন, স্মার্টব্যান্ড এবং ঘড়ির ব্যবহার ও চাহিদা প্রযুক্তি বাজারে অপো, রিয়েলমি, ওয়ান প্লাসের মতো অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার (ওইএম) প্রতিষ্ঠানগুলোকেও এ ধরনের পণ্য নির্মাণের দিকে নিয়ে এসেছে। আমি আশা করব এসব প্রতিষ্ঠান যেন স্মার্টব্যান্ড থেকে সরে এসে স্মার্টওয়াচ নির্মাণের ব্যাপারেই বেশি কাজ করে। কারণ এটি তাদের বেশি মুনাফা অর্জনের সুযোগ করে দেবে।
ফিটনেস ব্যান্ডের তালিকায় ২০২০ সালে গুণগত মান এবং বিক্রির দিক দিয়ে শাওমি ও রিয়েলমি যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে বোট নামে ভারতীয় একটি প্রতিষ্ঠান পঞ্চম স্থানে উঠে এসেছে।