গত মার্চে চীনের অভ্যন্তরীণ বাজারে স্মার্টফোন বিক্রি বছরওয়ারি ৬৭ দশমিক ৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৫৫ লাখ ইউনিট। দ্য চায়না একাডেমি অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনসের (সিএআইসিটি) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
মার্চের এ বিক্রয় উপাত্তের মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছে, হ্যান্ডসেট খাত মহামারী-পূর্ব সময়ের মাত্রায় পৌঁছেছে।
রাষ্ট্রনিয়ন্ত্রিত থিংকট্যাংক সিএআইসিটি বলছে, ২০২০ সালের মার্চে এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে চীনের বাজারে হ্যান্ডসেট বিক্রি হয়েছিল যথাক্রমে ২ কোটি ১০ লাখ ও ২ কোটি ১৩ লাখ ইউনিট।