২০২১ সালের প্রথম প্রান্তিকে বিশ্বে টেলিভিশন মার্কেটের অর্ধেক নিজেদের দখলে নিয়েছে কোরিয়ার দুই প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ও এলজি ইলেকট্রনিকস। এর মাধ্যমে বিশ্ববাজারে তারা নিজেদের উপস্থিতির জানান দিয়েছে। খবর এএনআই।
প্রিমিয়াম টেলিভিশন মার্কেটে বিগত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি ওলেড টিভি রফতানির মাধ্যমে শীর্ষস্থান অর্জন করে এলজি ইলেকট্রনিকস। অন্যদিকে বিশ্বের ১ নম্বর প্রতিষ্ঠান স্যামসাং তাদের নতুন প্রডাক্ট নিও কিউলেডের অধিক বিক্রির কারণে চলতি বছর এক কোটির বেশি কিউলেড টিভি বিক্রি করেছে।
মার্কেট রিসার্চ ফার্ম অমডিয়ার জরিপ অনুযায়ী, ২০২১ সালের প্রথম প্রান্তিকে এলজির ওলেড টিভির ৭৯ হাজার ২০০ ইউনিট বাজারজাত করা হয়েছে, যা বিগত বছরের একই সময়ের তুলনায় ১১৬ শতাংশ বেশি এবং যেকোনো বছরের প্রথম প্রান্তিকের তুলনায় সর্বোচ্চ।
ওলেড টিভির বিক্রি বৃদ্ধি পাওয়ায় প্রথম প্রান্তিকে এলজি ইলেকট্রনিকসের মার্কেট শেয়ার ১৯ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পায়, যা যেকোনো সময়ের তুলনায় সর্বোচ্চ। বিশ্ববাজারে এলজি ইলেকট্রনিকস ওলেড এবং এলসিডি মিলিয়ে প্রায় ৭২ লাখ ৭৯ হাজার ইউনিট টিভি বিক্রি করেছে। বিগত বছরের তুলনায় যার পরিমাণ ১৫ শতাংশ বেশি।
গত বছরের আগে পর্যন্ত টেলিভিশনের বাজারে টানা ১৫ বছর শীর্ষস্থান ধরে রেখেছিল স্যামসাং ইলেকট্রনিকস। তবে সে বছরও ৩২ দশমিক ৯ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে প্রথম প্রান্তিকে নিজেদের অবস্থান ধরে রেখেছিল প্রতিষ্ঠানটি। মূলত স্যামসাংয়ের প্রিমিয়াম কিউলেড এবং নিও কিউলেড টেলিভিশনের ভালো চাহিদা ও বিক্রি থাকায় এ অর্জন সম্ভব হয়েছে। প্রথম প্রান্তিকে স্যামসাংয়ের মার্কেট শেয়ারও ছিল সবার থেকে বেশি।
প্রথম প্রান্তিকে স্যামসাং ইলেকট্রনিকস ১ কোটি ১৬ লাখ ১৫ হাজার ইউনিট টেলিভিশন বিক্রি করে, যা বিগত বছরের তুলনায় ১১ দশমিক ১ শতাংশ বেশি।
২০২১ সালের প্রথম প্রান্তিকে চীনের প্রযুক্তি বাজারসহ অন্য প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে বিশ্ববাজারে এ দুটি প্রতিষ্ঠানের মার্কেট শেয়ার ৫২ দশমিক ১ শতাংশে পৌঁছায়। উন্নত প্রযুক্তি এবং ভালো নির্মাণশৈলীর জন্য কোরিয়ান প্রতিষ্ঠানের টেলিভিশন বিশ্বের বিভিন্ন দেশে দীর্ঘ সময় ব্যবহার করা যায় বলেও জানা গেছে।
প্রথম প্রান্তিকে বিশ্ববাজারে ২৬ লাখ ৮০ হাজার কিউলেড টিভি বিক্রি করা হয়েছে। বিগত বছরে একই সময়ে যার পরিমাণ ছিল সাড়ে ১৫ লাখের কাছাকাছি। এ প্রান্তিকে বিক্রির হার ৭৪ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে স্যামসাং ইলেকট্রনিকসই ২০ লাখ ১০ হাজার ইউনিট বিক্রি করেছে।
মূলত, গত বছরের দ্বিতীয় প্রান্তিক থেকেই টেলিভিশনের চাহিদা বাড়তে থাকে। যার পরিপ্রেক্ষিতে বিশ্ববাজারে এখন পর্যন্ত প্রায় ৫ কোটি ১২ লাখ ২৫ হাজার ইউনিট টেলিভিশন বিক্রি হয়েছে।