সম্প্রতি গ্রাফিক্স কার্ডের বাজাড় বেশ খারাপ ছিল। গ্রাফিক্স কার্ডের মূল্য ৩/৪ গুন বেশি চাওয়া হচ্ছিল এবং খুব তারাতারিই স্টক আউট হয়ে যাচ্ছিল। তবে এই অবস্থার শেষ হতে চলেছে।
সবার আগে চলুন জেনে নেই কেন বাজারের এমন হাল ছিল। বাজাড়ের এমন হাল হওয়ার ২টা প্রধান কারণ আছে। প্রথম কারণ আমরা সবাই জানি যে করোনার কারণে সবকিছুই প্রায় শিথিল। তাই এই মার্কেটের অবস্থাও খুব একটা ভাল না। তবে এই মার্কেটের অবস্থা আরও খারাপ করার পেছনে মুলত দায়ী ছিল চীন। হ্যাঁ, চীন দেশে শুধু বিটকয়েন মাইনিং করার জন্য।
গিগাবাইট, জিফোর্স, এনভিডিয়া, এসুস, এমএসআই এসকল ব্র্যন্ডের গ্রাফিক্স কার্ড বের হতে না হতেই চলে যেন চীনে। সেখানে শুধুমাত্র বিটকয়েন মাইনিং হতো। আর সম্প্রতি বেশ কিছু ভরসাযোগ্য সূত্র থেকে জানা গেছে যে সেখানে এখন বিটকয়েন মাইনিং আর আগের মত হচ্ছে না। আর সাথে আরও ভাল খবর যে তাদের ওইদিকে এখন আর গ্রাফিক্স কার্ড ডিয়ে বিটকয়েন মাইনিং করার সম্ভাবনা বেশ কম। তাই গ্রাফিক্স কার্ডের দাম অনেক কমে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ভবিষ্যতে অন্যকোন জিনিসের দাম বাড়ার কিছু পরিমাণ সম্ভাবনা আছে। যেমন ইতমধ্যেই মনিটর মার্কেট কিছুটা খারাপ হয়ে পরেছে। তাই যাদের দরকার তারা এখনই মনিটরে কিনে ফেলতে পারেন।