এইচপি প্যাভিলিয়ন অ্যারো ১৩-এর মাধ্যমে ফ্ল্যাগশিপ প্যাভিলিয়ন নোটবুক পোর্টফোলিও সম্প্রসারণের ঘোষণা দিয়েছে টেক-জায়ান্ট এইচপি। এক কেজিরও কম ওজনের এই ল্যাপটপটি দেশিয় বাজারে সবচেয়ে হালকা ওজনের এএমডি-বেজড ল্যাপটপ। এএমডি রেডিয়ন গ্রাফিক্স, টেকসই ও রিসাইকেলড উপাদান দ্বারা তৈরি এই ল্যাপটপে রয়েছে এএমডি রেয়যেন™ ফাইভ ৫৬০০ইউ এবং এএমডি রেয়যেন™ সেভেন ৫৮০০ইউ মোবাইল প্রসেসর।
প্যাভিলিয়ন অ্যারো’র নতুন এই এডিশনটিতে ইমার্সিভ ভিউইং নিশ্চিতে রয়েছে ৯০% স্ক্রিন-টু-বডি-রেশিও। এতে আছে ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম চ্যাসিস এবং ফোর সাইডেড থিন ব্যাজেল, যা ল্যাপটপে একটি প্রিমিয়াম লুক ফুটিয়ে তুলেছে। অসাধারণ ডিজাইনসমৃদ্ধ ল্যাপটপটি পেল রোজ গোল্ড রঙে পাওয়া যাবে।
এইচপি ইন্ডিয়া, বাংলাদেশ ও শ্রীলঙ্কার সিনিয়র ডিরেক্টর (পার্সোনাল সিস্টেমস) বিক্রম বেদী বলেন, “কম্পিউটার বর্তমানে মানবজীবনের এক অপরিহার্য উপাদান হয়ে দাঁড়িয়েছে। আজকাল মানুষ এমন একটি ডিভাইস খুঁজে যাতে থাকে পাওয়ার ও বৈচিত্রের সমন্বয়। নতুন এইচপি প্যাভিলিয়ন অ্যারো ১৩ গ্রাহকদের সেই চাহিদা পূরণে সক্ষম। ডিভাইসটির নজরকাড়া ডিজাইন এবং কার্যকরী ক্ষমতা গ্রাহকের বিনোদন ও উৎপাদনশীলতা বৃদ্ধির অন্যতম সমাধান হিসেবে কাজ করবে।”
- ‘এইচপি প্যাভিলিয়ন’ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নোটবুক ব্র্যান্ডগুলোর মধ্যে একটি
- এএমডি-বেজড ল্যাপটপটির ওজন এক কেজিরও কম
- রিসাইকেলড ও ওশেন-বাউন্ড প্লাস্টিকে তৈরি ল্যাপটপটিতে আছে টেকসই ডিজাইন, যা গ্রাহকদের বিনোদনের পূর্ণ অভিজ্ঞতা প্রদানে সক্ষম
প্যাভিলিয়ন অ্যারো ১৩ ল্যাপটপে রয়েছে এএমডি রেয়যেন™ ফাইভ ৫৬০০ইউ এবং এএমডি রেয়যেন™ সেভেন ৫৮০০ইউ মোবাইল প্রসেসর, এএমডি রেডিয়ন গ্রাফিক্স, উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম এবং দ্রুত ও নির্ভরযোগ্য ওয়াইফাই কানেক্টিভিটি সিস্টেম। ল্যাপটপটি প্রায় সাড়ে ১০ ঘণ্টা একটানা ব্যাটারি লাইফ প্রদানে সক্ষম। এছাড়া ইনক্রিজিং ভিউয়েবিলিটি ও সুবিধাজনক কন্টেন্ট ভিজিবিলিটি প্রদানের জন্য ৯০% স্ক্রিন-টু-বডি-রেশিও তো থাকছেই।
এইচপি’র ১৩.৩ ডায়াগোনাল ল্যাপটপে এই প্রথমবারের মতো পাওয়া যাবে ১৬:১০ অ্যাসপেক্ট রেশিও এবং ১৯৯০ রেজোলিউশন, যা টেক্সট ও ইমেজগুলোকে কর তুলবে প্রাণবন্ত এবং স্ক্রিন এ স্ট্রিমিং-কে করে তুলবে আরও উপভোগ্য। ওয়াইডার কালার প্যালেট নিশ্চিতে ল্যাপটপটিতে আছে ১০০% এসআরজিবি এবং ব্যবহারকারীরা সূর্যের আলোতেও সহজে এটি ব্যবহার করতে পারবেন। এইচপি প্যাভিলিয়ন অ্যারো ১৩-এ আরও থাকছে ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম চ্যাসিস ও ফোর সাইডেড থিন ব্যাজেল এবং অ্যালেক্সা ও ফিঙ্গারপ্রিন্ট রিডার-এর মতো বিল্ট-ইন ফিচারস।
এইচপি প্যাভিলিয়ন অ্যারো ১৩ be0345AU মডেলের প্রারম্ভিক মূল্য ৯৫,০০০ টাকা। ডিভাইসটিতে রয়েছে উইন্ডোজ ১১/ মাইক্রোসফট অফিস ২০১৯/ ফিঙ্গার প্রিন্ট রিডার/ ১৩.৩ WQXGA (২৫৬০x১৬০০) অ্যান্টিগ্লের ৪০০ নিটস আইপিএস ন্যারো বর্ডার/ রেয়যেন™ সেভেন ৫৮০০ইউ প্রসেসর এবং ৮জিবি/৫১২জিবি স্টোরেজ। অন্যদিকে এইচপি প্যাভিলিয়ন অ্যারো ১৩ be0216AU মডেলের প্রারম্ভিক মূল্য ৮৫,০০০ টাকা। ডিভাইসটিতে রয়েছে উইন্ডোজ ১১/ মাইক্রোসফট অফিস ২০১৯/ ফিঙ্গার প্রিন্ট রিডার/ ১৩.৩ WQXGA (২৫৬০x১৬০০) অ্যান্টিগ্লের ৪০০ নিটস আইপিএস ন্যারো বর্ডার/ রেয়যেন™ ফাইভ ৫৬০০ইউ প্রসেসর এবং ৮জিবি/৫১২জিবি স্টোরেজ। দুটি মডেলেই থাকছে পেল রোজ গোল্ড রঙ। এইচপি প্যাভিলিয়ন অ্যারো ১৩ কিনতে ভিজিট করুন www.hp.com/bd অথবা ঘুরে আসুন যেকোন নিকটস্থ এইচপি অনুমোদিত পার্টনার স্টোরে।