চিপ সংকট, কভিড-১৯ মহামারী, সরবরাহ চেইনের সমস্যার কারণে দীর্ঘদিন অস্থিতিশীল পরিস্থিতিতে থাকার পর গ্রাফিকস কার্ডের বৈশ্বিক বাজার স্বাভাবিক হতে শুরু করেছে। মাইনিং কার্যক্রম বন্ধের পর থেকে বিশ্বের গ্রাফিকস কার্ডের সরবরাহ বাড়ছে এবং দামও কমতে শুরু করেছে। খবর টেকটাইমস।
দ্য ভার্জের তথ্যানুযায়ী, বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানের গ্রাফিকস প্রসেসিং ইউনিটের (জিপিইউ) স্টক স্বাভাবিক হচ্ছে এবং তারা দাম পুনর্মূল্যায়নের বিষয়ে ভাবছে। যার পরিপ্রেক্ষিতে বিশ্বের বিভিন্ন দেশের কম্পিউটার গ্রাহকরা তাদের পছন্দের জিপিইউ সংগ্রহ করতে পারবে। প্রযুক্তিবিদ, বিশ্লেষক ও গবেষকদের মতে, সামনের মাসগুলোয় জিপিইউ খাতে বড় ধরনের কোনো সংকটাবস্থা তৈরি হবে না। কেননা প্রতিষ্ঠানগুলো তাদের অভ্যন্তরীণ উপাদানের মাধ্যমে জিপিইউ উৎপাদন ও সরবরাহ করছে।
অন্যদিকে ২০২২ সালের জুনে টমস হার্ডওয়্যার জানায়, আগের তুলনায় বর্তমানে গ্রাফিকস কার্ডের চাহিদা তুলনামূলকভাবে কম এবং বর্তমানে এর সরবরাহ ও স্টক অনেক বেশি। ইবেতে এনভিডিয়া আরটিএক্স ৩০৯০ টিআইয়ের গড় মূল্য ২ হাজার ৩০০ ডলার, যা উৎপাদনকারীদের নির্ধারিত দামের কাছাকাছি। তবে প্রথম যখন এটি বাজারজাত করা হয়, তখন এটি বর্তমান দামের প্রায় দ্বিগুণ ছিল। তাই এখন গ্রাফিকস প্রসেসিং ইউনিট কেনার উপযুক্ত সময়। কেননা দুই বছর আগে যে জিপিইউ বেশি দামে বিক্রি হয়েছে, বর্তমানে তা আরো কমে পাওয়া যাচ্ছে। বর্তমান বাজারে জিপিইউ উৎপাদনকারী হিসেবে এনভিডিয়া শীর্ষে। বিশ্বজুড়ে যখন সংকট চলছিল, তখন প্রতিষ্ঠানটি তাদের জিপিইউ উৎপাদন বাড়াতে কয়েকশ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছিল।
চলতি বছরের শুরুতে জিপিইউ ইউনিটের স্টক স্বাভাবিক অবস্থায় ফেরার বিষয়ে আশার সঞ্চার হয়েছিল এবং প্রসেসরগুলোর দাম কমতে শুরু করে। যে কারণে গেমাররা তাদের বাজেট অনুযায়ী পছন্দের মডেলের জিপিইউ কেনার সুযোগ পেতে শুরু করে। বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের গ্রাফিকস প্রসেসরের দাম কমাতে শুরু করেছে।
বিশ্ববাজারের পর দেশের বাজারেও গ্রাফিকস কার্ডের দাম কমতে শুরু করেছে। বিখ্যাত ব্র্যান্ড এমএসআইয়ের জিটিএক্স ১০৫০টিআই ৪ জিবি ভিওয়ান ওসি (ওভারক্লকড) ৪ জিবি জিডিডিআরফাইভ গ্রাফিকস কার্ডের বাজারমূল্য ১৬ হাজার ৯০০ টাকা, ১৬৫০ ভেন্টাস এক্সএস ওসি ৪ জিবির দাম ২০ হাজার ৯০০ টাকা। এছাড়া আরটিএক্স ৩০৬০ ভেন্টাস ২এক্স ১২ জিবি জিডিডিআরসিক্স জিপিইউর দাম ৪৪ হাজার টাকা এবং আরটিএক্স ৩০৯০ ভেন্টাস থ্রিএক্স ওসি ২৪ জিবি গ্রাফিকসের দাম ১ লাখ ৯৪ হাজার টাকা।