মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ই-বিজনেস ক্লাব। ২রা ফেব্রুয়ারি ইউনিভার্সিটির ক্যাম্পাসে কেক কেটে ক্লাবের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. জহিরুল হক।
উদ্বোধনী বক্তৃতায় উপাচার্য বলেন, “মেট্রোপলিটন ইউনিভার্সিটি শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে তৈরী করার পাশাপাশি উদ্যোক্তা তৈরীতে ভূমিকা রাখবে ই-বিজনেস ক্লাব”।
মেট্রোপলিটন ইউনিভার্সিটির জেষ্ঠ্য প্রভাষক উম্মে সায়মা প্রেসিডেন্ট, সহকারী অধ্যাপক মো: আলাউল হক ট্রেজারার, তাসফিক আহমেদ অর্নব সহকারী প্রেসিডেন্ট, মোঃ ইয়াসিন মন্ডলকে সেক্রেটারী করে ২৭ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এছাড়াও ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টার (ইডিসি)-এর ট্রেজারার উম্মে সাহেরা এবং সেবতি’স ড্রেস কর্ণানের স্বত্বাধিকারী আরজেনা হক সেবতিকে ক্লাবের এক্সটারনাল অ্যাডভাইজার হিসেবে ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ব্যবসায় ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. তাহের বিল্লাহ খলিফা, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মাসুদ রানা, বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।