সেরা ক্যামেরা স্মার্টফোনের কথা বললে আমরা গুগল পিক্সেল কে তালিকা থেকে বাদ দিতে পারিনা।একটি রিপোর্টে জানা গেছে কোম্পানি এবার গুগল পিক্সেল ৩ এর ক্যামেরা আরো উন্নত করার চেষ্টা করছে। জানা গেছে কোম্পানি খুব তাড়াতাড়ি AI অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে নতুন আপডেট দেবে। কোম্পানি এই আপডেটের নাম ফটোবথ মোড রেখেছে। এই ফিচারে আপনি কাউকে কিস করলেই সেলফি উঠবে।
গুগল তাদের নতুন আপডেট ফটোবথ মোড ও কিস ডিটেকশন ফিচার দিয়েছে। কোম্পানি দাবি করেছে কেউ যখন তার বিশেষ কাউকে কিস করবে তথন সেলফি ক্যামেরা একা একাই সে ফটো ক্যাপচার করবে।
এর আগে আমরা স্যামসাং গ্যালাক্সি সিরিজে দেখেছিলাম হাত দেখলেই সেলফি উঠে যাবে। এবার গুগল নতুন আরেকটি ফিচার আনছে। নতুন এই ফিচারটি ব্যবহার করতে হলে ইউজারকে তার ক্যামেরাটি ফটোবথ মোড এ নিয়ে যেতে হবে। এরপর গুগল পিক্সেল ক্যামেরা এক্সপ্রেশন দেখে একা একাই বুঝে ছবি ক্যাপচার করবে।