চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বৈশ্বিক স্মার্টঘড়ি বাজারে গত বছরের একই সময়ের চেয়ে সরবরাহ বেড়েছে ৪৮ শতাংশ। বাজারটির ৩৫ দশমিক ৮ শতাংশ দখলে নিয়ে শীর্ষে রয়েছে অ্যাপল এবং ১১ দশমিক ১ শতাংশ দখলে নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে স্যামসাং। গতকাল বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চ প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে।
কাউন্টারপয়েন্ট রিসার্চের ‘গ্লোবাল স্মার্টওয়াচ ট্র্যাকার’ শীর্ষক প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি-মার্চ প্রান্তিকে মোট নয়টি ব্র্যান্ড বৈশ্বিক স্মার্টঘড়ি বাজারের ৭৫ শতাংশ দখলে রেখেছে। বৈশ্বিক স্মার্টঘড়ি বাজারে স্যামসাং, ফিটবিট ও হুয়াওয়ের মতো ব্র্যান্ডগুলো দ্রুত প্রবৃদ্ধির মুখ দেখছে। অ্যাপল ও স্যামসাং প্রথম ও দ্বিতীয় অবস্থানে থাকলেও বৈশ্বিক স্মার্টঘড়ি বাজারের ৯ দশমিক ২ শতাংশ দখলে নিয়ে তৃতীয় অবস্থানে জায়গা করে নিয়েছে চীনভিত্তিক ব্র্যান্ড ইমো।
কাউন্টারপয়েন্টের গবেষণা বিশ্লেষক সত্যজিৎ সিনহা বলেন, জানুয়ারি-মার্চ প্রান্তিকে অ্যাপল ঘড়ির সরবরাহ গত বছরের একই প্রান্তিকের চেয়ে ৪৯ শতাংশ বেড়েছে। মার্কিন প্রতিষ্ঠানটি তাদের আইকনিক স্মার্টফোন ডিভাইস আইফোন ব্যবসা নিয়ে খারাপ সময় পার করছে। বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ বাজারগুলোয় টানা কয়েক প্রান্তিক ধরে আইফোনের চাহিদা কমলেও অ্যাপল ঘড়ির চাহিদায় ঊর্ধ্বগতি দেখা গেছে। অ্যাপল ঘড়ি সিরিজ ৪-এর মাধ্যমে স্বাস্থ্যসংশ্লিষ্ট ফিচার আনতে জোর দেয়ায় অ্যাপল ঘড়ির চাহিদা ভবিষ্যতে আরো বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।