রমজান মাস উপলক্ষে ‘মটো ঈদের বাজার, মটোতে ছাড় হাজার হাজার’ শীর্ষক ক্যাম্পেইন ঘোষণা করেছে মটোরোলা। এ ক্যাম্পেইনের আওতায় মটোরোলার যে কোনো মডেলের ফোন কিনে ২ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা পাওয়া যাবে। তবে মটো জি৭ পাওয়ার স্মার্টফোন কিনে ক্রেতারা ২ থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা অথবা মাইক্রোল্যাব স্পিকার (১০৬-বিটি) জেতার সুযোগ পাবেন।
দেশের বাজারে মটোরোলার ই৮ প্লাস, ই৫, ই৫ প্লাস, মটোরোলা ওয়ান, মটো জি৭ পাওয়ার মডেলের স্মার্টফোন পাওয়া যাচ্ছে। এ ক্যাম্পেইন চলবে আগামী ৬ জুন পর্যন্ত।