চীনা প্রযুক্তি কোম্পানি রিয়েলমি সম্প্রতি তাদের নতুন ট্যাবলেট রিয়েলমি প্যাড টু লাইট ও রিয়েলমি পিটু প্রো উন্মোচন করেছে। রিয়েলমি প্যাড টু লাইটে সহজে ব্যবহারযোগ্য বেশকিছু চমৎকার ফিচার রয়েছে। প্রিমিয়াম ফিচারযুক্ত এ ট্যাবলেটটি বাজেট-ফ্রেন্ডলি হবে বলে দাবি কোম্পানিটির।
রিয়েলমি বলছে, প্যাড টু লাইটের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর ১০.৫ ইঞ্চি ২কে এলসিডি ডিসপ্লে। স্ক্রিনটি উজ্জ্বল আলোতেও পরিষ্কারভাবে দেখা যায়। ট্যাবলেটটিতে মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর ব্যবহার করা হয়েছে। রিয়েলমি প্যাড টু লাইট একাধিক অ্যাপ্লিকেশন চালাতে ও মাঝারি মাত্রার গেমিং সহজেই পরিচালনা করতে সক্ষম।
রিয়েলমি প্যাড টু লাইটের ৪জিবি র্যাম+১২৮ জিবি স্টোরেজ মডেলটির দাম ১৫ হাজার রুপি (২১ হাজার টাকার বেশি)। আর ৮জিবি র্যাম+১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৭ হাজার রুপি (২৪ হাজার টাকার বেশি)। ডিভাইসটি শিগগিরই অফিশিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে।