নতুন স্মার্টফোন সিরিজ নিও১০ উন্মোচন করেছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউওও। এ সিরিজের অধীনে থাকছে দুটি ফোন—আইকিউওও নিও১০ ও আইকিউওও নিও১০ প্রো। দুটি ফোনই শক্তিশালী প্রসেসর ও বড় ব্যাটারি নিয়ে আসছে বলে দাবি কোম্পানিটির।
মূলত শক্তিশালী প্রসেসর ও বড় ব্যাটারির কারণে ফোন দুটি প্রযুক্তি বিশ্বে সাড়া ফেলেছে। যদিও ফোন দুটির ফিচার অনেকটাই এক। তবে চিপসেটে রয়েছে ভিন্নতা।
আইকিউওওর তথ্যানুযায়ী, নিও১০-এ আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট। এটি বর্তমান সময়ের সেরা প্রসেসরগুলোর একটি। অন্যদিকে নিও১০ প্রোতে ব্যবহার হয়েছে মিডিয়া টেক ডাইমেনসিটি ৯৪০০ নামের চিপসেট, যা মিডিয়াটেকের সর্বশেষ ও শক্তিশালী প্রসেসর হিসেবে বিবেচিত।
দুটো ফোনেই রয়েছে ৬.৭৮ ইঞ্চি পুরু ডিসপ্লে, যার রেজল্যুশন ১২৬০পি (প্রগ্রেসিভ স্ক্যান)। এছাড়া ফোনের স্ক্রিনের নিচে একটি থ্রি ডি আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। ফোন দুটিতে ৫০ মেগাপিক্সেলযুক্ত মূল ক্যামেরা রয়েছে। সেলফির জন্য দুটো ফোনেই আছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।