বিশ্বব্যাপী ব্যক্তিগত কম্পিউটার (পিসি) সরবরাহ অব্যাহতভাবে কমতে থাকলেও অবিশ্বাস্য মুনাফা করেছে লেনোভো। চীনা এ কোম্পানিটির আর্থিক প্রতিবেদনে জানানো হয়েছে, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে তিন গুণের বেশি মুনাফা করেছে তারা। মূলত পিসির বিক্রি বেড়ে যাওয়ায় এ মুনাফা অর্জন সম্ভব হয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের হিসাবে, মার্চে সমাপ্ত চলতি বছরের প্রথম প্রান্তিকে বিশ্বব্যাপী পিসি সরবরাহ হয়েছে ৫ কোটি ৮৫ লাখ ইউনিট, যা ২০১৮ সালের প্রথম প্রান্তিকের তুলনায় ৪ দশমিক ৬ শতাংশ কম। তবে একই সময় এইচপি ও ডেলের মতো শীর্ষস্থানীয় পিসি নির্মাতাদের সরবরাহ সামান্য বাড়লেও লেনোভোর ৬ দশমিক ৯ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে গার্টনার।
আর এখন লেনোভোর পক্ষ থেকে জানানো হলো, পিসি সরবরাহ ও মুনাফা প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে।
যুক্তরাজ্যভিত্তিক বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান রিফিনিটিভের হিসাবে, বিশ্বের বৃহত্তম পিসি নির্মাতা এ কোম্পানির নিট মুনাফা বেড়ে হয়েছে ১১ কোটি ৮০ লাখ ডলার। যেখানে অন্তত সাতজন বিশ্লেষক গড়ে মাত্র ৯ কোটি ১৪ লাখ ডলার মুনাফার পূর্বাভাস দিয়েছিলেন। গত বছর একই সময় লেনোভোর নিট মুনাফা ছিল ৩ কোটি ৩০ লাখ ডলার।
এই অবিশ্বাস্য মুনাফার ব্যাপারে লেনোভোর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও চেয়ারম্যান ইয়াং ইউয়ানকিং গত বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, পিসি ও স্মার্ট ডিভাইসের ক্ষেত্রে বাণিজ্যিক, উচ্চপ্রবৃদ্ধি এবং প্রিমিয়াম সেগমেন্টের ওপর গুরুত্ব দেয়ার কৌশল নেয়ার কারণেই এ রাজস্ব এসেছে।
লেনোভোর আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে লেনোভোর রাজস্ব ১০ শতাংশ বেড়ে হয়েছে ১ হাজার ১৭১ কোটি ডলার। যেখানে ১১ জন বিশ্লেষকের পূর্বাভাসে গত মুনাফা বলা হয়েছিল ১ হাজার ১৬৫ কোটি ডলার।
এদিকে মার্চ পর্যন্ত বছরওয়ারি হিসাবে লেনোভোর মুনাফা দাঁড়ায় ৫৯ কোটি ৭০ লাখ ডলার। যেখানে আগের বছর কোম্পানিটির লোকসান ছিল ১৮ কোটি ৯০ লাখ ডলার। এবার রাজস্ব রেকর্ড ৫ হাজার ১০০ কোটি ডলারে পৌঁছেছে। পিসি ও স্মার্ট ডিভাইস ব্যবসাই এ রাজস্ব আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানিয়েছে লেনোভো। কারণ কোম্পানির মোট রাজস্বের ৭৫ শতাংশই আসে এ বিভাগ থেকে।
উল্লেখ্য, গার্টনারের হিসাবে ২০১৯ সালের প্রথম প্রান্তিকে বিশ্বব্যাপী মোট পিসি সরবরাহের ৬১ দশমিক ৫ শতাংশই লেনোভো, এইচপি ও ডেলের। যেখানে গত বছরের একই সময় এ তিন কোম্পানির দখলে ছিল ৫৬ দশমিক ৯ শতাংশ। ফলে পিসি বাজার এখন নির্ভর করছে মূলত এ তিন কোম্পানির ওপর। আর এর ফলে সিপিইউ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেলেরও ব্যবসা বাড়ছে।