২০৩২ সালের মধ্যে সেবাপণ্য হিসেবে ওয়াই-ফাই বা ওয়াই-ফাই অ্যাজ আ সার্ভিসের (ডব্লিউএএএস) বাজারমূল্য পৌঁছবে ৩ হাজার ১৫২ কোটি ডলারে। গবেষণা প্রতিষ্ঠান এসএনএস ইনসাইডারের সাম্প্রতিক প্রতিবেদনে তথ্য উঠে এসেছে। সংস্থাটি বলছে, ২০২৪-৩২ সাল পর্যন্ত এ বাজার বার্ষিক ২০ দশমিক ৪২ শতাংশ হারে বাড়বে।
গ্লোবনিউজওয়্যারের গত বুধবারের প্রতিবেদন বলছে, ২০২৩ সালে সেবাপণ্য হিসেবে ওয়াই-ফাইয়ের বাজারমূল্য ছিল ৫৯২ কোটি ডলার। যোগাযোগের চাহিদা বাড়ার সঙ্গে বিশ্বজুড়ে ওয়াই-ফাইয়ের প্রয়োজনীয়তাও বেড়েছে। অনেক ব্যবসা, শিক্ষাপ্রতিষ্ঠান ও পাবলিক সেক্টর এখন পরিষেবা হিসেবে ওয়াই-ফাই ব্যবহার করছে। প্রচলিত ওয়াই-ফাই ব্যবস্থাপনার জটিলতা ছাড়াই ওয়াই-ফাই বা ডব্লিউএএএস শক্তিশালী ও নির্ভরযোগ্য নেটওয়ার্ক সরবরাহ করে। প্রচলিত ওয়াই-ফাই সিস্টেমে প্রতিষ্ঠানগুলোকে নেটওয়ার্কের জন্য প্রয়োজনীয় সব হার্ডওয়্যার এবং সফটওয়্যার নিজেদের কিনতে, ইনস্টল ও পরিচালনা করতে হয়। এর বিপরীতে সেবাপণ্য হিসেবে ওয়াই-ফাইয়ের এ দায়িত্ব একটি পরিষেবা প্রদানকারীর ওপর স্থানান্তর করা হয়, যা অপারেশনকে সহজ ও প্রতিষ্ঠানগুলোর জন্য জটিলতা কমিয়ে আনে।
এসএনএস ইনসাইডার বলছে, এ পরিষেবা প্রতিষ্ঠানগুলোকে প্রাথমিক বড় বিনিয়োগ এড়াতে, পরিচালন ব্যয় কমাতে ও ক্লাউড প্রযুক্তির সুবিধা নিতে সাহায্য করে। এটি ওয়্যারলেস যোগাযোগ উন্নত করতে চাওয়া শিল্পগুলোর মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। ইন্টারনেট অব থিংস (আইওটি) ডিভাইসের ব্যবহার বৃদ্ধির পাশাপাশি ক্লাউড কম্পিউটিংয়ের ব্যবহার বাড়ায় এ বাজার দ্রুত বাড়ছে। যত বেশি ডিভাইস ইন্টারনেটে সংযুক্ত হচ্ছে, ততই নির্ভরযোগ্য ওয়্যারলেস সিস্টেমের প্রয়োজনীয়তা বাড়ছে।
বিশ্লেষকদের মতে, ফাইভজি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধিই এ বাজার দ্রুত বাড়ার অন্যতম মূল কারণ। যখন ফাইভজি নেটওয়ার্ক বিশ্বব্যাপী প্রসারিত হচ্ছে, এটি সেবাপণ্য হিসেবে ওয়াই-ফাইকে আরো কার্যকর করে তুলছে। পাশাপাশি ঘরে বসে কাজ এবং অনলাইন শিক্ষার চাহিদাও স্থিতিশীল ওয়াই-ফাইয়ের প্রয়োজনীয়তা বাড়িয়ে তুলেছে।
গত বছর অবকাঠামো বিভাগটি ওয়াই-ফাই পরিষেবার বাজারের মোট আয় বা প্রবৃদ্ধিতে একটি প্রধান ভূমিকা পালন করেছে, যা প্রায় ৪৫ শতাংশ। এ বিভাগে গুরুত্বপূর্ণ হার্ডওয়্যার অন্তর্ভুক্ত, যেমন ওয়্যারলেস অ্যাকসেস পয়েন্ট, রাউটার, কন্ট্রোলার এবং সুই, এগুলো ওয়াই-ফাই নেটওয়ার্ক নির্বিঘ্নে পরিচালনার জন্য অপরিহার্য। যত বেশি প্রতিষ্ঠান ওয়াই-ফাই পরিষেবা গ্রহণ করছে, তত বেশি এসব উপাদানের চাহিদা বাড়ছে। ওই বছর এ বাজারের ইনডোর সেগমেন্ট থেকে সবচেয়ে বেশি আয় হয়েছে, যা মোট আয়ের প্রায় ৬৯ শতাংশ। এর প্রধান কারণ অফিস, শপিং মল, হাসপাতাল, বিশ্ববিদ্যালয় ও অন্যান্য ইনডোর জায়গায় ওয়াই-ফাইয়ের ব্যবহার বাড়ছে। এসব জায়গায় দ্রুত ও নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ প্রয়োজন।
আউটডোর বিভাগ ওয়াফা-ফাইয়ের বাজারে আগামী বছরগুলোয় শক্তিশালী প্রবৃদ্ধি দেখবে বলে আশা করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।