হুয়াওয়ের ফ্লিপ ফোন পকেট টুয়ের পর এবার চীনের বাজারে আসছে পকেট থ্রির নতুন দুটি মডেল। সম্প্রতি টিপস্টার স্মার্ট পিকাচু ডিভাইসটি উন্মোচনের সম্ভাব্য সময় ও প্রাথমিক বিবরণ প্রকাশ করেছে।
স্মার্ট পিকাচুর তথ্যানুযায়ী, হুয়াওয়ে পকেট থ্রি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) চীনের বসন্ত উৎসবে বাজারে আসার সম্ভাবনা রয়েছে। পকেট থ্রির পাশাপাশি একটি ছোট আকারের ট্যাবলেটও উন্মোচনের পরিকল্পনা করছে চীনা টেক জায়ান্টটি। তবে এ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
গিজমোচায়না বলছে, হুয়াওয়ের তৃতীয় প্রজন্মের এ স্মার্টফোন নিয়ে খুব বেশি তথ্য জানা যায়নি। তবে এটি আগের তুলনায় পাতলা, ছোট ও হালকা হবে বলে ধারণা করা হচ্ছে। তবে চীনের বাজারে পকেট থ্রি শাওমির মিক্স ফ্লিপ টু, অনর ম্যাজিক ভি ফ্লিপ টু ও স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ সেভেনের মতো মডেলগুলোকে টক্কর দিতে পারে বলে ধারণা করছেন বাজার বিশেষজ্ঞরা। শাওমির মিক্স ফ্লিপ টু ও অনর ম্যাজিক ভি ফ্লিপ টু চলতি বছরের মাঝামাঝিতে বাজারে আসবে। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ সেভেন আসবে জুলাইয়ে।
আগের মডেল হুয়াওয়ে পকেট টুয়ে আছে ১২০ হার্টজের ৬ দশমিক ৯৪ ইঞ্চি ওএলইডি এলটিপিও ফোল্ডেবল স্ক্রিন। বাইরের দিকে ১ দশমিক ১৫ ইঞ্চি ওএলইডি এলটিপিও প্যানেলও রয়েছে। এছাড়া ডিভাইসটিতে ১০ দশমিক ৭ মেগাপিক্সেল (এমপি) ফ্রন্ট ক্যামেরা ও পেছনে ৫০ এমপি (মেইন), ১২ এমপি (আল্ট্রা-ওয়াইড), ৮ এমপি (টেলিফটো) এবং ২ এমপি (স্পেকট্রাল) লেন্সের ক্যামেরা সেটআপ রয়েছে। ডিভাইসটিতে কিরিন চিপসেট ব্যবহার করা হয়েছে এবং এর ব্যাটারি সক্ষমতা ৪,৫২০ এমএএইচ। পকেট টুয়ের অন্যান্য ফিচারের মধ্যে আছে ১৬ জিবি পর্যন্ত র্যাম, ১ টিবি পর্যন্ত স্টোরেজ, ৬৬ ওয়াট ওয়্যার্ড চার্জিং, ৪০ ওয়াট ওয়্যারলেস চার্জিং, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও স্যাটেলাইট মেসেজিং।
বর্তমানে বিশ্বের শীর্ষ স্মার্টফোন কোম্পানিগুলোর একটি চীনের হুয়াওয়ে। গত বছরের সেপ্টেম্বরে বিশ্বের প্রথম ট্রাই-ফোল্ড স্মার্টফোন উন্মোচন করে প্রযুক্তি দুনিয়ায় বেশ সাড়া ফেলে কোম্পানিটি। এছাড়া চীনের বজারে ২০২৪ সালের শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) স্মার্টফোন বিক্রিতে অ্যাপলকে ছাড়িয়ে গেছে দুটি চীনা কোম্পানি, যার মধ্যে একটি হুয়াওয়ে।