বহুল প্রতীক্ষিত গ্যালাক্সি এস২৫ সিরিজ বৈশ্বিকভাবে উন্মোচনের ঘোষণা দিয়েছে স্যামসাং। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যুক্ত করার মাধ্যমে স্মার্টফোন প্রযুক্তির উদ্ভাবনে নতুন অধ্যায় রচনা করেছে প্রতিষ্ঠানটি। সান হোসেতে গতকাল (২২ জানুয়ারি) অনুষ্ঠিত হয় স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ আয়োজন ‘গ্যালাক্সি আনপ্যাকড ২০২৫।’ স্মার্টফোন তৈরিতে শীর্ষস্থানীয় এ প্রতিষ্ঠানটি এআই প্রযুক্তি ব্যবহার করে স্মার্টফোনে কী ধরনের অত্যাধুনিক প্রযুক্তি ফিচার যুক্ত করেছে অনুষ্ঠানে তা দেখানো হয়। ধারণা করা হচ্ছে, এর মাধ্যমে স্মার্টফোন খাতে নতুন নজির স্থাপন করবে প্রতিষ্ঠানটি, স্মার্টফোনের ব্যবহার হবে আরও স্বাছন্দ্যদায়ক।
‘গ্যালাক্সি আনপ্যাকড ২০২৫’ আয়োজনের মূল আকর্ষণ ছিল গ্যালাক্সি এস২৫ সিরিজের তিনটি বহুল আলোচিত ফ্ল্যাগশিপ স্মার্টফোন – গ্যালাক্সি এস২৫, গ্যালাক্সি এস২৫ প্লাস ও গ্যালাক্সি এস২৫ আল্ট্রা। প্রতিটি মডেলেই ব্যবহার করা হয়েছে এ খাতের শীর্ষস্থানীয় স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর, যা পারফরমেন্সকে করবে আরও উন্নত। গ্যালাক্সি এস২৫ সিরিজে অত্যাধুনিক এআই ফিচার অন্তর্ভুক্ত করা হয়েছে, যা ব্যবহারকারীদের মোবাইল ব্যবহারে নতুন মাত্রা যুক্ত করবে। স্মার্টফোনগুলোতে ক্রস-অ্যাপ অ্যাকশন, ইন্টেলিজেন্ট মাল্টিমোডাল সার্চ, সার্কেল টু সার্চ, কল ট্রান্সক্রিপশন, ডকুমেন্ট সামারিসহ দুর্দান্ত সব অ্যাপ্লিকেশন ও সেবা ব্যবহার করা যাবে।
এস২৫ সিরিজের স্মার্টফোনগুলোতে অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ কিউএইচডি প্লাস ডায়নামিক অ্যামোলেড ২এক্স ডিসপ্লে। এস২৫ আলট্রা-তে রয়েছে ২০০ মেগাপিক্সেল মেইন সেন্সরের কোয়াড-ক্যামেরা সেটআপ ও ৫০ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স। ডিভাইসগুলোতে সর্বোচ্চ ১ টেরাবাইট পর্যন্ত ডেটা স্টোর করা যাবে, আর রয়েছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের সুবিশাল ব্যাটারি। ডিভাইসগুলো পাওয়া যাবে নান্দনিক রঙে; তবে অঞ্চলভেদে স্মার্টফোনগুলোর ফিচার আলাদা হতে পারে।
স্যামসাং ইলেক্ট্রনিকসের এমএক্স ডিভিশনের হেড অব প্রডাক্ট অ্যান্ড মারকম সৈয়দ মো. বদরুল আরিফীন বলেন, “গ্যালাক্সি আনপ্যাকড আয়োজনে গ্যালাক্সি এস২৫ সিরিজের উন্মোচনের মাধ্যমে স্যামসাং আবারও প্রমাণ করেছে যে, ব্যবহারকারীদের আরও বেশি সুবিধা প্রদানের লক্ষ্য নিয়ে কানেক্টিভিটির ভবিষ্যৎ গড়ে তোলার পথে আমরা কার্যকরভাবে এগিয়ে যাচ্ছি। প্রযুক্তির বিস্ময়, গ্যালাক্সি এস২৫ সিরিজ, আমরা শীঘ্রই দেশের সকল শো-রুমে নিয়ে আসবো। প্রযুক্তিপ্রেমীরা এ ‘স্মার্ট কম্প্যানিয়ন’ -এর মাধ্যমে স্মার্টফোন ব্যবহারে সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা পেতে গ্যালাক্সি এস২৫ সিরিজের স্মার্টফোন অগ্রিম বুকিং দিয়ে দিতে পারেন।”
বাংলাদেশে গ্যালাক্সি এস২৫ সিরিজের জন্য উত্তেজনা ক্রমশই বাড়ছে। সুসংবাদ হচ্ছে, এ মাসের শেষের দিকে দেশের বাজারে গ্যালাক্সি এস২৫ আলট্রা ও গ্যালাক্সি এস২৫ প্লাসের অগ্রিম বুকিং নেয়া শুরু হবে। দেশে গ্যালাক্সি এস২৫ আল্ট্রা এবং গ্যালাক্সি এস২৫ প্লাসে থাকছে সাত বছরের সিকিউরিটি আপগ্রেড এবং সাতবার ওএস আপডেট সুবিধা। দেশের বাজারে উন্মোচন করা স্মার্টফোনগুলোতে আর কী কী ফিচার থাকবে, তা জানা যাবে শিগগিরই। প্রত্যাশা করা হচ্ছে, বাংলাদেশেও স্মার্টফোন ব্যবহারে নতুন অধ্যায়ের সূচনা করবে গ্যালাক্সি এস সিরিজ।