চীনের বাজারে এল ট্রু ওয়্যারলেস স্টেরিও (টিডব্লিউএস) ইয়ারফোন ‘রিয়েলমি বাডস এয়ার সেভেন’। মঙ্গলবার উন্মোচিত সাউন্ড গ্যাজেটটিতে থাকছে এআই যুক্ত অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন বা এএনসি। কেসসহ ৫২ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপের দাবি করেছে চীনা ব্র্যান্ড রিয়েলমি। এর আগে গত মে মাসে রিয়েলমি বাডস এয়ার সিক্স বাজারে আসে।
রিয়েলমির তথ্য অনুযায়ী, টিডব্লিউএসটি ৫২ ডেসিবল পর্যন্ত এএনসি সমর্থন করে। এতে বাইরের শব্দ অনেকটাই কম শোনা যাবে। পাশাপাশি হাই-রেজ অডিও সার্টিফিকেশনযুক্ত হওয়ার কারণে উপভোগ করা যাবে স্পষ্ট অডিও কোয়ালিটি।
রিয়েলমি বাডস এয়ার সেভেনে টাইটানিয়াম-কোটেড ড্রাইভার ও শক্তিশালী চুম্বক থাকার কারণে শব্দ শোনার ক্ষেত্রে ব্যাঘাত ঘটবে কম। তাছাড়া এতে থ্রিডি স্প্যাটিয়াল অডিও সমর্থন করায় মিউজিক উপভোগ করার সময় মনে হবে শব্দ চারদিক থেকে আসছে। ইয়ারফোনটিতে ছয়টি মাইক্রোফোন রয়েছে, যা কলের সময় ব্যাকগ্রাউন্ড নয়েজ কমাতে সাহায্য করে।
টিডব্লিউএসে থাকছে ব্লুটুথ ৫ দশমিক ৪ ও ডুয়াল ডিভাইস কানেক্টিভিটি এবং সুইফট পেয়ার। এসব প্রযুক্তির সাহায্যে দ্রুত যেকোনো ডিভাইসের সঙ্গে সংযোগ স্থাপন করা যাবে। আর ৪৫ মিলি সেকেন্ডের লো লেটেন্সি থাকায় অডিও ও ভিডিওর মাঝে দেরি সেভাবে বোঝা যাবে না এবং আরো উন্নত অডিও অভিজ্ঞতা পাওয়া যাবে। ইয়ারবাড দুটিতে টাচ কন্ট্রোল রয়েছে এবং আনুষঙ্গিক ফিচার রিয়েলমি লিংক অ্যাপের মাধ্যমে ব্যবহার করা যাবে।
ইয়ারবাড দুটি আইপি৫৫ রেটিংপ্রাপ্ত, যা ধুলো ও পানির ছিটা প্রতিরোধ করতে সক্ষম। এএনসি বন্ধ থাকা অবস্থায় কেসসহ রিয়েলমি বাডস এয়ার সেভেন থেকে ৫২ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। তবে এএনসি চালু থাকলে ৩০ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে বলে জানিয়েছে রিয়েলমি। মাত্র ১০ মিনিটের চার্জেই ১০ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যাবে। প্রতিটি ইয়ারবাডে ৬২ এমএএইচের ব্যাটারি দেয়া হয়েছে, যেখানে কেসে থাকছে ৪৮০ এমএএইচের ব্যাটারি।