চীনের বাজারে মিড রেঞ্জ সেগমেন্টে নতুন চমক দিল অনর (Honor)। সম্প্রতি তারা Honor Power 5G নামের একটি শক্তিশালী স্মার্টফোন লঞ্চ করেছে। আকর্ষণীয় ডিজাইন আর শক্তিশালী ফিচারস নিয়ে বাজারে এসেছে ফোনটি। দাম রাখা হয়েছে ৩০ হাজার টাকার নিচে, কিন্তু ফিচারে রয়েছে একাধিক প্রিমিয়াম সুবিধা।
এই ফোনের সবচেয়ে বড় আকর্ষণ এর ৮০০০ এমএএইচ ব্যাটারি, যা লম্বা সময় ধরে ব্যবহারের নিশ্চয়তা দেয়। সঙ্গে থাকছে ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা।
ডিসপ্লে ও ক্যামেরা
ফোনটিতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং পিক ব্রাইটনেস ৪০০০ নিটস – যা রোদেও চোখ ধাঁধানো ভিউ নিশ্চিত করে।
ফটোগ্রাফির জন্য এতে আছে ৫০ মেগাপিক্সেলের ওআইএস প্রাইমারি ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর। ভিডিও রেকর্ডিং করা যাবে 4K রেজুলেশনে। সেলফির জন্য থাকছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
ডিজাইন ও বিল্ড কোয়ালিটি
শুধু ফিচারই নয়, বিল্ড কোয়ালিটিতেও নজর কাড়ছে Honor Power 5G। এতে আছে দশদিক থেকে শকপ্রতিরোধী ডিজাইন এবং সম্পূর্ণ ৩৬০ ডিগ্রি ওয়াটারপ্রুফ বডি। তবুও এর ওজন মাত্র ২০৯ গ্রাম এবং পুরুত্ব মাত্র ৭.৯৮ মিমি।