শাওমি, তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন Xiaomi 16 নিয়ে একাধিক নতুন আপডেট শেয়ার করেছে, যা এই বছরের শেষের দিকে বাজারে আসতে পারে। টিপস্টার ‘উইজডম পিকাচু’ জানাচ্ছেন, এই স্মার্টফোনটি স্ন্যাপড্রাগন ৮ এলিট ২ অথবা মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৫০০ চিপসেট সহ লঞ্চ হতে পারে, যা এটিকে আরও শক্তিশালী করবে।
বড় ব্যাটারি এবং উন্নত প্রযুক্তি
এবারের শাওমি ১৬ ফোনে আগের মডেলের তুলনায় বড় ব্যাটারি থাকবে। স্মার্টফোনটিতে ৭০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে, যেখানে পূর্ববর্তী মডেল Xiaomi 15-এ ছিল ৫২৪০ এমএএইচ ব্যাটারি। ব্যাটারি ক্ষমতা বাড়াতে শাওমি হাই-ডেনসিটি সিলিকন-কার্বন ব্যাটারি প্রযুক্তি ব্যবহার করবে, যা ব্যাটারির জীবন ও কর্মক্ষমতা বাড়ানোর জন্য সহায়ক হবে।
আল্ট্রা-থিন ডিজাইন
বড় ব্যাটারি ব্যবহার হলেও, ফোনটি পাতলা থাকবে, যা শাওমির নতুন প্রযুক্তির উন্নত ব্যবহারের ফলে সম্ভব হবে। এটি আল্ট্রা-থিন স্ট্যাকড পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা সহ আসতে পারে, যা ফটোগ্রাফির জন্য আরও উন্নত ফিচার প্রদান করবে।
ডিসপ্লে ও ক্যামেরা
প্রত্যাশিত শাওমি ১৬ ফোনের ডিসপ্লে সম্ভবত আগের মডেলের থেকে বড় হবে। শাওমি ১৫-তে ৬.৩৬ ইঞ্চির 1.5K OLED LTPO ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন ২৬৭০ x ১২০০ পিক্সেল এবং পিক ব্রাইটনেস ৩২০০ নিটস। এই ডিসপ্লে ১২০ হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে এবং সুরক্ষার জন্য শাওমি শিল্ড গ্লাস ব্যবহার করা হয়েছে। শাওমি ১৬-তেও এই ধরনের উন্নত ডিসপ্লে থাকলে তা ব্যবহারকারীদের দারুণ অভিজ্ঞতা প্রদান করবে।
ফটোগ্রাফি ও স্টোরেজ
শাওমি ১৫ স্মার্টফোনে রয়েছে ৩টি ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, যার মধ্যে রয়েছে প্রাইমারি, আল্ট্রা-ওয়াইড এবং টেলিফটো ক্যামেরা। এটি ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ আসে। শাওমি ১৬ তে আরো উন্নত ক্যামেরা ফিচারের সম্ভাবনা রয়েছে। স্মার্টফোনটি ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ সহ আসে, যা আরও মসৃণ এবং দ্রুত পারফরম্যান্স নিশ্চিত করবে।
ফাস্ট চার্জিং ও ওয়্যারলেস চার্জিং
যেহেতু শাওমি ১৫-তে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট ছিল, তাই শাওমি ১৬-তেও দ্রুত চার্জিং প্রযুক্তি থাকবে বলে আশা করা হচ্ছে।