অ্যাপল স্মার্টওয়াচের চাহিদা অঞ্চলভেদে উল্লেখযোগ্য হারে কমেছে। ২০২৪ সালে টানা দ্বিতীয় বছর অ্যাপল ওয়াচের বিক্রি কমেছে বলে জানিয়েছে বাজার গবেষণা সংস্থা কাউন্টারপয়েন্ট রিসার্চ। এর মধ্যে সবচেয়ে বড় পতন ঘটেছে অ্যাপলের নিজস্ব বাজার উত্তর আমেরিকায়। গত বছর নতুন কোনো মডেল না আসা ও বিদ্যমান মডেলগুলোর সামান্য পরিবর্তনকে এ হ্রাসের কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। খবর গ্যাজেটস থ্রিসিক্সটি।
২০২৪ সালের শেষ প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) তথ্যানুযায়ী, অ্যাপল ওয়াচের বিক্রি বার্ষিক হিসাবে ১৯ শতাংশ কমেছে। আইফোন প্রস্তুতকারক কোম্পানির জন্য এটি টানা দ্বিতীয় বছর ও টানা পঞ্চম প্রান্তিক পতন। অন্যদিকে চীনা কোম্পানিগুলোর মতো প্রতিদ্বন্দ্বীদের বিক্রি এ সময় ঊর্ধ্বমুখী ছিল।
প্রতিবেদন অনুযায়ী, অ্যাপল ওয়াচের পতনের একটি বড় কারণ উত্তর আমেরিকায় কোম্পানির বাজার হারানো। বছরে তাদের মোট বিক্রির অর্ধেকের বেশি হয় উত্তর আমেরিকায়। গত বছর বাজারে আসা অ্যাপল ওয়াচ সিরিজ ১০-এ সামান্য পরিমার্জনের কারণে এ পতন আরো বেগবান হয়েছে।
এছাড়া গত দুই বছর অ্যাপল বিভিন্ন আইনি জটিলতার মধ্যে পড়েছে। যার অন্যতম মেডিকেল প্রযুক্তি প্রতিষ্ঠান মাসিমোর সঙ্গে রক্তে অক্সিজেন পরিমাপক প্রযুক্তি নিয়ে পেটেন্ট বিরোধ। ফলে অ্যাপল ওয়াচ যুক্তরাষ্ট্রে কিছু সময়ের জন্য বিক্রি বন্ধ করে দেয় এবং পরে ফিচারটি (এসপিও টু) উঠিয়ে নেয়।
বিশেষজ্ঞরা বলছেন, এ সব কারণে নতুন সিরিজ আসার পরও অ্যাপলের বিক্রি বছরে বছরে কমছে, যা আগে কখনো হয়নি।