নারী উদ্যোক্তাদের বিনা সুদে ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ সহায়তা দিতে বললেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। করোনার সময়ে ক্ষতি কাটিয়ে উঠতে বাংলাদেশ ব্যাংকের এ ঋণসহ উদ্যোক্তাদের প্রাতিষ্ঠানিক সহায়তা, ব্যাংকিং সহায়তা, যথাযথ আইন ও নীতি প্রণয়ন, প্রধানমন্ত্রীর বাস্তবায়িত ১০০টি অর্থনৈতিক জোনে বিশেষ প্লট বরাদ্দ দেয়ার কথা বলেন।
শনিবার উইমেন ই-কমার্স অন্ট্রাপ্রেনিওরশিপ সামিটের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন স্পিকার।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারী উদ্যোক্তাদের অনেক জটিল ও প্রতিযোগিতামূলক পরিবেশে ব্যবসা পরিচালনা করতে হয়, যা কাম্য নয়। ই-কমার্সে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়াতে হলে অনলাইন পেমেন্ট, কর ও শুল্ক অবকাঠামো সে উপযোগী করতে হবে। প্রযুক্তিভিত্তিক মডেলগুলোকে উন্নত করার মাধ্যমে ই-কমার্স সেক্টরকে আরও সমৃদ্ধ করতে হবে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আরও বলেন, বর্তমান যুগে অনলাইন ও ই-কমার্সের সুবাদে নারী উদ্যোক্তারা দেশের সীমা ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে ক্রেতাদের আকর্ষণ করার সুযোগ পাচ্ছেন। কিন্তু ঋণ প্রাপ্তির ক্ষেত্রে অনেক বাধা-বিপত্তির সম্মুখীন হওয়ায় অধিকাংশ ক্ষেত্রে নারীদের নিজস্ব সামান্য সঞ্চয় থেকে বিনিয়োগ করতে হয়। তার পরও সব চ্যালেঞ্জকে সম্ভাবনায় পরিণত করেছেন নারীরা এবং নিজেদের প্রচেষ্টায় নারী উদ্যোক্তা হিসেবে যথাযোগ্য স্থান করে নিচ্ছেন। তিনি আরও বলেন, বৈশ্বিক মহামারী কভিড-১৯ নারী উদ্যোক্তাদের জন্য কিছু গুরুতর চ্যালেঞ্জ নিয়ে এসেছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা বাসায় অবস্থান করায় নারীদের পারিবারিক দায়িত্ব বেড়ে গেছে, অনলাইন শিক্ষা পদ্ধতিতে মা হিসেবে নারীদের সহায়তা করতে হচ্ছে, নারী উদ্যোক্তাদের আগে নিযুক্ত করা কর্মচারীদের বেতন ও গৃহীত ঋণের কিস্তি পরিশোধ করতে হচ্ছে। এসব সমস্যা উত্তরণের জন্য তাদের প্রাতিষ্ঠানিক সহায়তা, ব্যাংকিং সহায়তা, সুদমুক্ত ঋণ সহায়তা দিতে হবে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে ও উই-এর সহকারী প্রজেক্ট ম্যানেজার ফারজানা তানির সঞ্চালনায় ভার্চ্যুয়াল অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম ও বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে এসবিকে ফাউন্ডেশন ও এসবিকে টেক ভেঞ্চার্সের প্রতিষ্ঠাতা সোনিয়া বশির কবির ও আহ্বায়ক হিসেবে উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরামের সভাপতি নাসিমা আক্তার নিশা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উই সামিটের সঙ্গে সম্পৃক্ত সদস্যরা ভার্চ্যুয়ালি সংযুক্ত ছিলেন।