রাজশাহী জেলার কাটাখালির নওদাপাড়া গ্রামে জন্ম নেয় শাউন আরা জেসমিন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক নিজ গ্রামে শেষ করে ব্যবস্থাপনা বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন রাজশাহী সরকারি কলেজে। উচ্চ মাধ্যমিকে পড়া অবস্থায় বিয়ে হয় তার। তবে বিয়ের কারণে লন্ডভন্ড হয় লেখাপড়া করে ব্যাংকার হওয়ার স্বপ্ন। কিন্তু দমে যায়নি জেসমিন, ভিন্ন ভাবে ক্যারিয়ার গড়ে হাল ধরেছেন পরিবারের। এ উদ্যমী নারী শাউন আরা জেসমিনের গল্প লিখছেন মোঃ দেলোয়ার হোসেন।
মাত্র ১৬ বছর বয়সে বিয়ে হলেও বন্ধ করেনি লেখাপড়া। সংসার ও সন্তান সামলে শেষ করেন স্নাতকোত্তর। এরই মধ্যে নষ্ট হয় মেয়েকে রেখে ব্যাংকার হওয়ার স্বপ্ন। শুরু হয় বাসায় বসে কিছু করার ভাবনা। বন্ধবীর জামায় কাজ করে ৫০০ টাকা আয়ের মাধ্যমে শুরু হয়েছে ক্যারিয়ারের নতুন অধ্যায়।
শাউন আরা জেসমিন বলেন, ছোট ভাইয়ের পরামর্শে ২০১৯ সালের ১০ এপ্রিলে ”আরএস ক্লোজেট” (www.facebook.com/rsclosetbysaun) নামে ফেসবুকে পেজ তৈরি করে প্রোডাক্ট স্টক করি। শুধু পরিচিতদের থেকে পেতাম অর্ডার। ড্রেস আশানুরূপ বিক্রি না হওয়ায় চরম হতাশায় কাটছিল দিন। করোনার লকডাউন শুরু হলে চাকরি হারায় স্বামী। এতে বাড়ে আরও বেশি হতাশা। ২৩ ফেব্রুয়ারী এক বন্ধুর আমন্ত্রণে যুক্ত হই উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই) গ্রুপে। ১৭ মার্চ অর্ডার পাই ১১০০০ টাকা।
তিনি আরও বলেন, উইয়ের অন্যতম উপদেষ্টা রাজিব আহমেদ স্যারের পরামর্শে পোস্ট কমেন্ট করে অ্যাক্টিভ থাকতাম গ্রুপে। এতে দিনে দিনে বাড়তে থাকে পার্সোনাল ব্র্যান্ডিং। স্যারের একটা বাণী ছিলো “যখন অন্তত ১০ জন মানুষ কোন মেম্বারকে ট্যাগ দিবে তখন বুঝতে পারবেন তৈরি হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং”। বিভিন্ন পোস্ট কমেন্টে মেম্বাররা আমাকে ট্যাগ ও ম্যানশন দিতো, এতে অনেক আনন্দিত ও উৎসাহিত হতাম।
মাত্র সাড়ে ৮ মাসে শুধু উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই) তে হাতের কাজের ডিজাইন, রাজশাহী সিল্ক, বেবিড্রেস, হ্যান্ডপেইন্ট শাড়ি, খাঁটি সরিষার তেল ও কুমড়ো বড়ি বিক্রি হয়েছে প্রায় ৪ লাখ ৭০ হাজার টাকা। পরিবারের সকল খরচ চলে এ আয় দিয়ে। তিনি স্বপ্ন দেখেন বাড়ীর ৬ কাঠা জমি জুড়ে থাকবে নিজের ফ্যাক্টরি ও শো-রুম। দেশের ছাড়িয়ে বিদেশেও সুনাম কুড়াবে আরএস ক্লোজেটের পণ্য।
দুঃসময়ে সচ্ছল ভাবে পরিবার নিয়ে চলতে পারায় তিনি কৃতজ্ঞাত জ্ঞাপন করেন উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই) এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা ও উপদেষ্টা রাজিব আহমেদের প্রতি।