আজ (২৫ ডিসেম্বর) শুক্রবার মোহাম্মদপুর ক্লাবমিক্স রেস্টুরেন্টে কন্যাসুন্দরীর কাস্টমার মিটআপ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করেছে ই-ক্যাব (ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ) এর প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি রাজিব আহমেদ এবং ৬০ জনের বেশি ক্রেতা।
নিজস্ব ডিজাইনে তাঁতের শাড়ী ও বিসকড শাল অনলাইনে বিক্রি করে কন্যাসুন্দরী। ক্রেতাদের মধ্যে সুসম্পর্ক তৈরি, মতামত ও পরার্মশ নেওয়ার লক্ষ্যে আয়োজন করেছে কাস্টমার মিটআপ।
অনলাইনে আবায়া, হিজাব ও ক্ষীমার বিক্রেতা প্রতিষ্ঠান “আবায়া স্টোরি” এবং চা পাতা বিক্রেতা প্রতিষ্ঠান “চায়ের চুমুকে” স্পন্সর করেন কাস্টমার মিটআপে। কন্যাসুন্দরীর ৩২ টি বিসকড শাল বিক্রিয় লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে।
বিয়ের গায়ে হলুদে তাঁতের শাড়ির প্রচার ও ব্যবহার বাড়াতে ‘গায়ে হলুদের সাজে বউ (জান্নাতুল ফেরদৌস তিথি) সাজানো হয়েছে।’ বউয়ের সাথে ছবি তুলার উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে উপস্থিত ক্রেতাদের মধ্যে।
উপস্থিত ক্রেতা ও উদ্যোক্তাদের ই-কমার্স বিষয়ক বিভিন্ন দিকনির্দেশনা দেন ই-ক্যাব প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি রাজিব আহমেদ।