বাংলাদেশ ব্যাংক ৫০০ কোটি টাকার ‘স্টার্ট আপ ফান্ড’ নামে একটি পুনঃঅর্থায়ন তহবিল গঠনের প্রস্তাব অনুমোদন করেছে। কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদ সভায় এ তহবিল অনুমোদন করা হয়। নতুন নতুন উদ্ভাবনী উপকরণ নিয়ে ব্যবসা করার জন্য উদ্যোক্তাদের সহজ শর্তে ও কম সুদে এ তহবিল থেকে ঋণ দেওয়া হবে। একই সঙ্গে পর্ষদ সভায় বাণিজ্যিক ব্যাংকগুলোকে স্টার্ট আপ ফান্ড পরিচালনার জন্য নিজস্ব উদ্যোগে আলাদাভাবে নীতিমালার করার জন্য নির্দেশ দেওয়া হবে। এর আলোকে ব্যাংকগুলো এ খাতে ঋণ নেবে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও পরিচালনা পর্ষদের সভাপতি ফজলে কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় পর্ষদের সদস্য ও কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিষয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, বিশেষ করে নতুন উদ্যোক্তারা নিত্যনতুন আইডিয়া নিয়ে ব্যবসা করতে গেলে পুঁজির সংকটে পড়েন। ব্যাংকগুলোও তাদের ঋণ দিতে চায় না। ফলে উদ্যোক্তারা পুঁজির অভাবে ব্যবসা শুরু করতে পারেন না। সম্ভাবনাময় ও নতুন উদ্যোক্তাদের ঋণ দিয়ে সহায়তা করার জন্য এ তহবিল গঠন করা হচ্ছে। এ বিষয়ে অচিরেই কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করা হবে।
ভারতের ব্যাঙ্গালুরু প্রদেশে স্টার্ট আপ ফান্ড থেকে ঋণ নিয়ে অনেক উদ্যোক্তা প্রতিষ্ঠা পেয়েছেন। যে কারণে এ তহবিল সেখানে বেশ জনপ্রিয়। স্থানীয় ব্যাংকগুলোও একে নানাভাবে আকর্ষণীয় করে নতুন উদ্যোক্তাদের কাছে নিয়ে যাচ্ছেন।
এ পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংকও নিজস্ব বিবেচনায় এমন একটি তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে। এ তহবিল থেকে কম সুদে ও জামানত ছাড়াই উদ্যোক্তাদের ঋণ দেওয়া হবে। প্রথমে ব্যাংক উদ্যোক্তার উদ্ভাবিত উপকরণ দেখে ঋণ দেওয়ার বিষয়টি চূড়ান্ত করবে। এ ক্ষেত্রে ব্যাংকগুলো নিজস্ব নীতিমালা অনুসরণ করবে। পরে বাংলাদেশ ব্যাংক আলোচ্য তহবিল থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোকে পুনঃঅর্থায়ন করবে। উদ্যোক্তারা যাতে ঋণ পেতে পারে সেজন্য বাংলাদেশ ব্যাংককে এ বিষয়ে একটি ইউনিট থাকবে। ব্যাংক থেকে কোনো কারণে ঋণ না পেলে উদ্যোক্তারা সেখানে যোগাযোগ করতে পারবে।
এ ছাড়াও সভায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ম্যানেজমেন্টের (রেডিমেড গার্মেন্ট বা আরএমজি) বিষয়ে প্রচলিত নীতিমালায় কিছু সংশোধনী আনা হয়েছে।