উদ্ভাবনী, মানসম্পন্ন এবং যুগপোযুগী শিক্ষাদান পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের পাঠাদানের স্বীকৃতিস্বরূপ এশিয়া কনক্লেভ অ্যাওয়ার্ড-২০২৩ পুরষ্কার পেয়েছে ইউনিভার্সিটি অফ স্কলারস। ‘ইনোভেশন টিচিং’ ক্যাটাগরিতে দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব স্কলারস এ পুরস্কার লাভ করে।
এশিয়ান এডুকেশন কনক্লেভের আয়োজনে গত ৩ ডিসেম্বর থাইল্যান্ডের ব্যাংককে জাকজমকপূর্ণ পরিবেশে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ইউনিভার্সিটি অফ স্কলারস এর প্রধান সমন্বয়কারী কর্মকর্তা ও বোর্ড অব ট্রাস্টির সদস্য আব্দুল হাসিব সিদ্দিক ইভেন্টে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে পুরস্কার গ্রহণ করেন।
গ্লোবাল ক্লাবের মতো কনক্লেভ বিশ্বের নানা স্তরের শিক্ষাবিদদের সঙ্গে নেটওয়ার্ক স্থাপনের মধ্যদিয়ে শিক্ষাক্ষেত্রে কীভাবে আরও উদ্ভাবনী ধারণা দেয়া যায় তা নিয়ে কাজ করে থাকে সংস্থাটি। এছাড়াও প্রতি বছর এশিয়ায় অবস্থিত শ্রেষ্ঠ শিক্ষাবিদ ও প্রতিষ্ঠানকে স্বীকৃতি দিয়ে থাকে।
আব্দুল হাসিব সিদ্দিক বলেন, উচ্চশিক্ষা ব্যবস্থায় স্বতন্ত্র ও অভিনব শিক্ষাপদ্ধতি প্রণয়নে এশিয়া কনক্লেভ অ্যাওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ।ইউনিভার্সিটি অব স্কলারস উচ্চশিক্ষা ব্যবস্থায় সৃষ্টিশীল পদ্ধতিতে শিক্ষাদানের কারণে শিক্ষানুরাগীদের কাছে বেশ প্রশংসিত হয়েছে। ইউনিভার্সিটি অফ স্কলারসের এই অর্জন দেশীয় শিক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সম্মাননা বলে মনে করছি।