বৈষম্যবিরোধী আন্দোলনের নানা ঘটনা রং-তুলির ছোঁয়ায় দেয়াল লিখন ও গ্রাফিতির মাধ্যমে তুলে ধরছেন সিরাজগঞ্জের শিক্ষার্থীরা।
জেলা শহরসহ বিভিন্ন উপজেলাতে ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে আন্দোলনে যুক্ত থাকা শিক্ষার্থীদের রক্তে রঞ্জিত ইতিহাস ও প্রতিবাদী বাণী।
সরজমিন ঘুরে দেখা যায়, শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সিরাজগঞ্জ সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, ইসলামিয়া সরকারি কলেজ, সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজ, সরকারি সালেহা ইসহাক উচ্চ বিদ্যালয়, মওলানা ভাসানী ডিগ্রি কলেজ, সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ ও সিরাজগঞ্জ পৌরসভা রোডসহ গুরুত্বপূর্ণ স্থানে গ্রাফিতি অঙ্কন করছেন শিক্ষার্থীরা।
স্বৈরাচার বিরোধী আন্দোলন, গণতন্ত্র পুনর্গঠন, অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণের চাওয়া ও জানা-অজানা বীরদের প্রতি সম্মান প্রদর্শন করা হচ্ছে চিত্রকর্মে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র মুগ্ধের সেই ডাক, ‘পানি লাগবে-পানি’, শহীদ আবু সাঈদের প্রতিচ্ছবিও ফুটিয়ে তোলা হচ্ছে ওই সব অঙ্কনে।
শিক্ষার্থীদের রং-তুলির আঁচড়ে করা ক্যালিওগ্রাফি-গ্রাফিতিতে চোখ আটকে যাচ্ছে সবার। প্রখর রোদের মধ্যে শিক্ষার্থীদের এক হাতে রংয়ের কৌটা এবং অন্য হাতে তুলি। তাদের চোখে-মুখে উচ্ছ্বাস ও বিজয়ের হাসি।
নাজমুল হোসেন, সাদিয়া খাতুন ও সুজানা সরকারসহ কয়েকজন শিক্ষার্থী বলেন, এই দেশটা সবার। দেশ যেহেতু স্বাধীন করেছি, সেহেতু এ দেশের প্রতিটি স্থাপনা রক্ষা ও এই সবের সৌন্দর্য রক্ষার দায়িত্বও আমাদের সবার। সবকিছু ভুলে নতুনভাবে দেশ গড়তে হবে। পুরো জেলাজুড়ে রং-তুলির এ কার্যক্রম চলছে। আমরা বিশ্বাস করি, সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশ এগিয়ে যাবে।